পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ YGᏑᎩ (২) সরকার কর্পোরেশন বা উহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা পারিবে । ১৩৯। কপোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন সমাজ উন্নয়ন NONপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। পরিকল্পনা ് ১৪০। কপোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের কলক " পূর্বানুমোদনক্রমে ব্যবসায় ও বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে ് পারিবে । &oo o পঞ্চম খণ্ড so সাধারণ o প্রথম পরিচ্ছেদ o কর্পোরেশনের পরিচালনা - ০১ No ১৪১। (১) প্রতি বৎসর পহেলা জুলাইয়ের পর এবং সরকার কর্তৃক কর্পোরেশনের বার্ষিক বৎসরে উহার কার্যাবলীর উপর একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে । co o (২) প্রতিবেদনটির প্রতিলিপি কর্পোরেশনের কার্যালয়ে বিক্রয়ের জন্য রাখিতে হইবে। o •, ^ جیے بار اير را تحت ۶۶یر ১৪২। সরকার যে কোন সময় প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার নিকট হইতে রেকর্ড ইত্যাদি তলব ১৪৩। সরকার কর্পোরেশনের যে কোন কাৰ্যালয় বা অফিস বা উহার যে পরিদর্শন কোন কাজকর্ম বা সম্পত্তি পরিদর্শন বা পরীক্ষার জন্য এবং তৎসম্পর্কে প্রতিবেদন পেশ করিবার জন্য যে কোন কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা দান পূর্বক প্রেরণ করিতে পারবে এবং কর্পোরেশন বা উহার সকল কর্মকর্তার ও কর্মচারী

কোন অঙ্গন বা সম্পত্তিতে প্রবেশ করিবার বা উহা পরিদর্শন করিবার এবং যে কোন রেকর্ড হিসাব-নিকাশ, দলিল-দস্তাবেজ বা অন্যান্য কাগজপত্র পরীক্ষা করিবার সুযোগ প্রদান করিতে বাধ্য থাকিবেন।