পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YGᏑ8 রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (২) উপরিউক্ত স্থগিতকরণের পর সরকার উক্ত বিভাগ বা প্রতিষ্ঠানের উহার পরিচালনার জন্য অন্য কোন ব্যবস্থাও গ্রহণ করিতে পারিবে; এবং কর্পোরেশনকে বা, কপোরেশনের ব্যর্থতার ক্ষেত্রে কর্পোরেশন তহবিলের হেফাজতকারী ব্যক্তিকে উক্ত বিভাগ বা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য ১০প্রয়োজনীয় অর্থ সরকারের হস্তে ন্যস্ত করিবার জন্য নির্দেশ দিতে পারিবে । ് o দ্বিতীয় পরিচ্ছেদ & অপরাধ ও দণ্ড ം:അ অপরাধ ১৪৯। তৃতীয় তফসিলে বর্ণিত কোন করণীয় কাজ না করা এবং করণীয় নয় এই প্রকার কাজ করা এই আইনের অধীনে দন্ডনীয় অপরাধ হইবে। দণ্ড শ১৫০। (১) এই আইনের অধীন যে সকল অপরাধের জন্য কোন দণ্ডের উল্লেখ উহাতে স্পষ্টভাবে নাই তজ্জন্য দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাইবে, এবং এই অপরাধ যদি অনবরতভাবে ঘটিতে থাকে তাহা হইলে প্রথম দিনের অপরাধের পর পরবর্তী প্রত্যেক দিনের জন্য অপরাধীকে অতিরিক্ত অনধিক পাঁচ শত টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাইবে। (২) যদি কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধের জন্য দ্বিতীয়বার অপরাধী বলিয়া সাব্যস্ত হয় তাহা হইলে সেই ব্যক্তি অনূ্যন ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড, বা অনুর্ধ পচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। (৩) যদি কোন ব্যক্তি তৃতীয় তফসিলের ক্রমিক ৩, ১৪, ১৯, ২৪, ৪৪ বা ৫০ এ বিধৃত কোন অপরাধের জন্য অপরাধী বলিয়া সাব্যস্ত হয় তাহা হইলে অপরাধী সাব্যস্তকারী আদালত প্রধান নির্বাহী কর্মকর্তা বা ১৫১ ধারায় উল্লিখিত - (ক) লাইসেন্স বা অনুমতি ব্যতিরেকে কোন কাজ সম্পাদন বন্ধ করার, s (খ) বিপদজনক বা ক্ষতিকর ব্যবসা বা অনুরূপ দ্রব্যের মজুত বন্ধ করার, o (গ) কোন কুৎসিত বিজ্ঞাপন অপসারণ বা বিনাশ করার, . സ് N o (ঘ) ইটের ভাটি, চুনার ভাটি, কাঠ কয়লার ভাটি বা মৃৎপাত্রের ভাটির কাজ o বন্ধ বা উহা অপসারণ করার, o (ঙ) কোন পণ্য, দ্রব্য, যন্ত্রপাতি বা কলকজা সম্পর্কে এই উপ-ধারায় উল্লিখিত so কোন অপরাধ সংঘটিত হইলে সংশ্লিষ্ট পণ্য, দ্রব্য, যন্ত্রপাতি বা কলকজা O অপসারণ বা বাজেয়াপ্ত করার, Q আদেশ বা নির্দেশ দিতে পারেন।]

  • *BT Sgo The Local Government Laws (Amendment) Act, 1990 (Ssso FIFTH GU ER GIẾT) EI

৭ ধারাবলে প্রতিস্থাপিত।