পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YGᏑᏬ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (খ) কর্পোরেশন এবং সরকারী কর্তৃপক্ষের কার্যাবলীর মধ্যে কাজের সমন্বয়ের বিধান করিতে পারিবে; (গ) কর্পোরেশনকে আর্থিক সহায়তা প্রদানের বিধান করিতে পারিবে: (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্পোরেশন কর্তৃক অনুসরণীয় সাধারণ 。 পথ নির্দেশনার বিধান করিতে পারিবে । èst বিধি প্রণয়ন ক্ষমতা ১৫৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী రాణి প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। ് (২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে চতুর্থ তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইতে পারে। wo o প্রবিধান প্রণয়নের ১৫৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কপোরেশন, সরকারের পূর্ব ক্ষমতা অনুমোদনক্রমে, এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ ধ্ব প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে পঞ্চম তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান (b) এই ধারাতে যাহা কিছুই থাকুক না কেন, পঞ্চম তফসিলের ১০ (দশ) হইতে ২৫ (পচিশ) পর্যন্ত ক্রমিক নম্বরে (উভয় সমেত) উল্লেখিত বিষয়ের উপর ཨ། ཕུ་ཤྲཱི་ཨཱཿ ཨཱཙཱ་ཐ་ཨ་ཨཱ་ལ་ཝ་(རྙིང་ལ་ཝ་ཤ་ཙཁཝ་བྷམ་ཤ་ཀ ། ক্ষমতা অর্পণ ১৫৮। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির অধীন উহার সমস্ত বা যে কোন ক্ষমতা বিভাগীয় কমিশনার বা উহার অধীনস্থ অনা কেনকর্মকর্তকে অর্পণ করতে পারবে। Q o (২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে গৃহীত প্রস্তাব দ্বারা, উহার তে যে কোন কার্য উহার যে কোন স্থায়ী কমিটিকে বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে § অর্পণ করিতে পারিবে । \\ (৩) কোন স্থায়ী কমিটি, কর্পোরেশনের পূর্ব অনুমোদনক্রমে গৃহীত প্রস্তাব e$ দ্বারা, ধারা (২) এর অধীন তৎপ্রতি অপিত কার্য ছাড়া তাহার যে কোন কার্য কর্পোরেশনের অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। লাইসেন্স, ইত্যাদি ১৫৯। (১) এই আইন বা কোন বিধি বা প্রবিধানের অধীনে প্রদত্ত সকল লাইসেন্স, অনুমোদন বা অনুমতি লিখিতভাবে হইতে হইবে।