পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯ ২২৩

  • [(৫) এই ধারায় যাহা কিছু থাকুক না কেন, উপজেলা সদরের সীমানা হইতে তিন কিলোমিটার, সংরড়িত, রঙ্গিত, হুকুম দখল বা অধিগ্রহণকৃত বা

এলাকা ও ফলের বাগান হইতে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোন ইটের ভাটা স্থাপন করার লাইসেন্স প্রদান করা যাইবে না এবং এই ধারা কার্যকর হইবার অব্যবহিত পূর্বে উক্ত সীমানার মধ্যে কোন ইটের ভাটা স্থাপিত হইয়া থাকিলে সংশিল্পষ্ট লাইসেন্স গ্রহীতা, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে, এই উপ-ধারার বিধান মোতাবেক, উহা যথাযথ স্থানে স্থানান্তার করিবেন, অন্যথায় সংশি্লষ্ট লাইসেন্স বাতিল হইয়া যাইবে। ব্যাখ্যা - এই উপ-ধারায় "আবাসিক এলাকা" অর্থ অনূ্যন পঞ্চাশটি পরিবার বসবাস করে এমন এলাকা এবং “ফলের বাগান” অর্থ অনূ্যন পঞ্চাশটি ফলজ বা বনজ গাছ আছে এমন বাগানকে বুঝাইবে।] & ৫। কোন ব্যক্তি ইট cभाज़ताब जमा ज़बानी का? बावशत्र कर्तवनना। Q N ○。 M৬। (১) এই আইনের কোন ধারা লঙ্ঘন হইয়াছে কিনা তাহা নিরূপণ করার জন্য জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কর্তৃক ডুগমতাপ্রাপ্ত কর্মকর্তা বা বন সংরড়গক/সমপর্যায়ের নিয়ে নহে বা উপজেলা পরিষদের চেয়ারম্যান, কোন প্রকার নােটিশ ব্যতীত, যে কোন ইটের ভাটা পরিদর্শন করিতে পারবেন। (২) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকালে পরিদর্শনকারী কর্মকর্তার নিকট যদি ইহা अडीमात्रु যে, (ক) ইটের ভাটায় মওজুদ ইটগুলো পোড়ানোর জন্য জ্বালানী কাঠ ব্যবহার করা হইয়াছে, তাহ হইলে তিনি ইটের ভাটায় প্রাপ্ত সমুদয় ইট এবং জ্বালানী কাঠ আটক করিতে পারিবেন; C(খ) লাইসেন্স ব্যতীত ইটের ভাটা স্থাপন করা হইয়াছে বা হইতেছে, তাহা § হইলে তিনি ইটের ভাটায় প্রাপ্ত সমুদয় ইট, সরঞ্জামাদি এবং অন্যান্য S N - -് * উপ-ধারা (৫) ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত।

  • “জ্বালানী কাঠ" শব্দগুলি “জ্বালানী” শব্দটির পরিবর্তে ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১

সনের ১৭ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। ෆ প্রতিস্থাপিত। ধারা ৬ ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৫ ধারাবলে