পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৮ পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯ (৯) চীফ প্রত্যেক বৎসর ৩১শে মার্চের মধ্যে তৎকর্তৃক প্রদেয় সরকারের প্রাপ্য প্রদান করিবেন। (১০) যদি কোন হেডম্যান যুক্তিসংগত কারণে বিশ্বাস করেন যে, কোন ঝুমিয়া পরিবার ঝুম কর প্রদান না করিয়া তাহার এলাকা ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া - করিতে পারবেন এবং বিষয়টি অবিলম্বে চীফ বা ডেপুটি কমিশনারের গোচরে ত্ৰৈ আনিবেন, এবং হেডম্যান যদি উক্ত প্রকার পদক্ষেপ গ্রহণ করিতে অবহেলা করেনতাহা হইলে অনাদায়ী করের জন্য হেডম্যানকে দায়ী করা যাইবে । ം് ঝুম কর হ্রাস ইত্যাদি ১০। (১) ডেপুটি কমিশনার, চীফ এবং হেডম্যানের সহিত পরামর্শক্রমে, -N (ক) যুক্তিসংগত কারণে কোন বিশেষ ཨང་༦༢ ཡཱ་རཱ་ཝ་ཐི་ বা মওকুফ করিতে পারিবেন; ༢ ། >ནི། (খ) ফসল হানির কারণে কোন বিশেষ এলাকায় ঝুম কর হ্রাস বা মওকুফ করিতে পারিবেন; o এবং উক্তরূপ কর হ্রাস বা মওকুফের বিষয়টি সম্পর্কে কমিশনারের মাধ্যমে সরকারকে f খতভ বে অব হত করবেন | (২) উপ-ধারা (১)(ক) ཨ་ཤྲཱི། ཨུ་ཨི་ཊ་ ঝুম কর হ্রাস বা মওকুফের কারণে চীফের নিকট হইতে সরকারের প্রাপ্যহ্ৰাস বা মওকুফ হইবে না; কিন্তু উপ-ধারা (১)(খ) এর অধীনে ঝুম কর হ্রাস বা মওকুফের ফলে যে পরিমাণ করহাস বা মওকুফ হইয়াছে সেই পরিমাণ কর হইতে চীফ কর্তৃক সরকারকে প্রদেয় অংশ প্রদান করিতে হইবে না। o ঝুম তেজি ১১। (১) হেডম্যান প্রত্যেক বৎসরের জন্য একটি ঝুম তেজি প্রস্তুত করিবেন এবং উহাতে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করিবেন, যথা: - eS (ক) প্রত্যেক ঝুম পরিবারের কর্তার নাম এবং পরিবারের সদস্য সংখ্যা: o o (খ) তাহারা ঝুম কর দেয় কিনা বা তাহারা পারকুলিয়া কিনা বা তাহারা ঝুম © কর হইতে অব্যাহতিপ্রাপ্ত কিনা এবং অব্যাহতিপ্রাপ্ত হইলে কি কারণে o অব্যাহতিপ্রাপ্ত; NQ oS (গ) পরিবারটি পূর্ববর্তী পাঁচ বৎসরের পূর্বে না মধ্যে তাহার মৌজায় - আসিয়াছে। e$ ۶بر (২) হেডম্যান পহেলা জুনের পূর্বে ঝুম তৌজি চীফের নিকট প্রেরণ করিবেন, এবং চীফ পহেলা আগষ্টের পূর্বে তৌজিগুলি ডেপুটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন।