পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫8 বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ (২) বোর্ডের চেয়ারম্যান হইবেন প্রধানমন্ত্রী বা তৎকর্তৃক বোর্ডের মন্ত্রীসদস্যগণ হইতে মনোনীত কোন ব্যক্তি। (৩) বোর্ড অনধিক চারজন অতিরিক্ত সদস্য মনোনীত করিয়া উহার অন্তর্ভুক্ত করিতে পারিবে। NON o (8) বাের্ড গঠনে ত্রুটি রহিয়াছে বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত্র - এই কারণে বাের্ডের কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তৎসম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ് কার্যাবলী ৭। বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- <o" o (ক) বেসরকারী খাতে দ্রুত শিল্পায়নের উদ্দেশ্যে ੱਗੇ 8 বিদেশী পুঁজি বিনিয়োগে সর্বপ্রকার সুযোগ-সুবিধা পদ । o -o (খ) বেসরকারী খাতের শিল্পে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সরকারের নীতি বাস্তবায়ন; &o (*) বেসরকার খাতে শিল্প নিয়ােগ-তফসিল প্রণয়ন ও উহার বাস্তবায়ন o (ঘ) বেসরকারী খাতে শিল্প স্থাপনের জন্য এলাকা-তফসিল প্রণয়ন ও উক্ত এলাকার জন্য বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারণ; O (8) বেসরকারী খাতে দেশী ও বিদেশী পুঁজি সম্বলিত সকল শিল্প প্রকল্প অনুমোদন ও নিবন্ধীকরণ: (চ) বেসরকারী খাতে শিল্পে বিনিয়োগের খাত ও সুযোগসমূহ চিহ্নিতকরণ o এবং দেশে ও বিদেশে উহার বহুল প্রচারকরণ; ১ (খ) কে তে শিল্প দিয়ে জল লে নদী কৌশল উদ্ভাবন ও উহার বাস্তবায়ন; S\ so (জ) বেসরকারী খাতে শিল্পের অবকাঠামোগত সুবিধার সৃষ্টিকরণ; o (ঝ) বেসরকারী খাতের শিল্পের জন্য প্রয়োজনীয় বিদেশী কর্মকর্তা, বিশেষজ্ঞ Q ও কর্মচারী নিয়োগের শর্তাবলী নির্ধারণ; § oS (ঞ) বেসরকারী খাতে প্রযুক্তি হস্তান্তর ও পর্যায়ক্রমিক স্থানীয় উৎপাদনের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; sò كير Q (ট) বেসরকারী খাতে রুগ্ন শিল্প পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান;

  • “প্রধানমন্ত্ৰী” শব্দটি “রাষ্ট্রপতি" শব্দটির পরিবর্তে বিনিয়োগ বোর্ড (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ১ নং

আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।