পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ ২৫৯ ১৫। ধারা ১১ এর অধীন অনুমোদনপ্রাপ্ত কোন শিল্প প্রকল্প এই আইন বা অনুমোদন বাতিল তদধীন প্রণীত বিধির কোন বিধান লংঘন করিলে বা অনুমোদন সংক্রান্ত কোন শর্ত ভংগ করিলে বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, শিল্প প্রকল্পটির অনুমোদন বাতিল করিতে পারিবে । ১৬। বোর্ড বা তৎকর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ ধারা ১১ এর পরিদর্শন অনুসন্ধান, இ. অধীন অনুমোদিত কোন শিল্প প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করিতে ইত্যাদি gò” পারিবে এবং উক্ত পরিদর্শনের রিপোর্ট বোর্ডের নিকট পেশ করিবে । & o ১৭। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন শিল্প এলাকা ঘোষণা দ্বারা, উহাতে উল্লিখিত এক বা একাধিক এলাকাকে শিল্প এলাকা হিসাবে ঘোষণা <o" করিতে পারিবে । & ১৮। ধারা ১৭ এর অধীন ঘোষিত শিল্প এলাকায় অবস্থিত কোন জমি ধারা ཤྲིནྟ་ཨཱ་ཀཱ་ཨཱ་༔ ཕོག་ ১১ এর অধীন অনুমোদিত কোন শিল্প প্রকল্পের জন্য প্রয়োজন হইলে উহা ধিগ্রহ জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে এবং তদুদ্দেশ্যে উহা Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (II of 1982) এর বিধান মোতাবেক হুকুম দখল বা অধিগ্রহণ করা যাইবে। ് ১৯। বাের্ড উহার দায়িত্ব পালন উহাকে সহায়ত দল জনা কি প্রয়োজনবোধে এক বা একাধিক কমিটি নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপ একেকটিাও কিবাের্ডতিপন।

  • N ২০। বোর্ডের কার্যাবলী সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে উহা প্রয়োজনীয় বোর্ডের কর্মকর্তা ও সংখ্যক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী এবং পরামর্শদাতা বা উপদেষ্টা নিয়োগ " করিতে পারিবে । o

২১ ৷ বাের্ড, আদেশ দ্বারা, এই আইন বা তদধীন প্রণীত কোন বিধির ক্ষমতা অর্পণ অধীন উহার যে কোন ক্ষমতা বা কার্যাবলী নিবাহী পরিষদ বা নির্বাহী চেয়ারম্যান বা নির্বাহী পরিষদের কোন সদস্য বা বাের্ড কর্তৃক নিযুক্ত কোন কমিটিকে অর্পণ করতে পাবে। ༤༤ i এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নকল্পে সরকার, সরকারী গেজেটে বিধি প্রণয়নের ক্ষমতা প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারবে। so ২৩। (১) বিনিয়োগ বোর্ড অধ্যাদেশ, ১৯৮৮ (অধ্যাদেশ নং ৩২, ১৯৮৮) রহিতকরণ ও CŞ এতদৃদ্বারা রহিত করা হইল। (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।