পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eço রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ こbr> (গ) পরিকল্পনা সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় বিষয়।

  • [(২ক) পরিষদ সরকার হইতে প্রাপ্য অর্থে স্থানান্তরিত বিষয়সমূহের উন্নয়ন প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারিবে।]

(৩) পরিষদ উহার উন্নয়ন পরিকল্পনার একটি অনুলিপি উহার বাস্তবায়নের পূর্বে সরকারের নিকট প্রেরণ করবে।

  • [(৪) পরিষদের নিকট হস্তান্তরিত কোন বিষয়ে জাতীয় পর্যায়ে সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠান বাস্তবায়ন করিবে।]

৪৩। পরিষদের চেয়ারম্যান অথবা উহার কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারী অথবা পরিষদ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বা পরিষদের পক্ষে কর্মরত কোন ব্যক্তির প্রত্যক্ষ গাফিলতি বা অসদাচরণের কারণে পরিষদের কোন অর্থ বা সম্পদের লোকসান, অপচয় বা অপপ্রয়োগ হইলে উহার জন্য তিনি দায়ী থাকিবেন, এবং এবং যে টাকার জন্য তাঁহাকে দায়ী করা হইবে সেই টাকা সরকারী দাবী (Public demand) fosso off froB of आनाद्यকরা হইবে। "[৪৪। পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে দ্বিতীয় তফসিলে উল্লেখিত সকল অথবা যে কোন কর, রেট, টোল এবং ফিস প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আরোপ করিতে পারিবে এবং উক্ত তফসিলে নির্ধারিত সরকারের অনান্য সূত্র হইতে রয়ালটির অংশবিশেষ আহরণ করতে পারবে || ৪৫। (১) পরিষদ কর্তৃক আরোপিত সকল কর, রেইট, টােল এবং ফিস প্রবিধান দ্বার নির্ধারিত পদ্ধতিতে প্রজ্ঞাপিত হইবে, এবং সরকার ভিন্নরূপে নির্দেশ নালি উক্তআলোমিটআপে পূর্বপ্রকাশকতি হল। o (২) কোন কর, রেইট, টােল বা ফিস আরোপের বা উহার পরিবর্তনের কোন প্রস্তাব অনুমোদিত হইলে “পরিষদ যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে উহা কার্যকর হইবে। -

  • Q

N চেয়ারম্যান য়ারম্যান ইত্যাদির দায় পরিষদ কর্তৃক হইতে প্রাপ্ত আয় কর সম্পর্কিত প্রজ্ঞাপন ইত্যাদি No o উপ-ধারা (২ক) রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৯ নং আইন) এর ৩ s ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (৪) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং

আইন) এর ২১ ধারাবলে সংযোজিত। ধারা ৪৪ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২২ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “পরিষদ” শব্দটি “সরকার” শব্দটির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন,

১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত।