পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ వSVలి ৭৭। এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা নির্ধারিত পদ্ধতিতে কোন কর্তৃপক্ষ কর্তৃক বা কি পদ্ধতিতে করা হইবে তৎসম্পর্কে কোন বিধান না 醬శా থাকে, তাহা হইলে উক্ত কাজ বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করা হইবে। NQ ৭৮। এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা অসুবিধা দূরীকরণ ് o দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে N. কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে । o è ৭৯। রাংগামাটি পার্বত্য জেলায় প্রযোজ্য জাতীয় সংসদ কর্তৃক গৃহীত কোন কোন আইনের বিধান আইন পরিষদের বিবেচনায় উক্ত জেলার জন্য কষ্টকর হইলে বা উপজাতীয়দের གྲཨ་ཙ་ལ་ངས་༢ জন্য আপত্তিকর হইলে, পরিষদ উহা কষ্টকর বা আপত্তিকর হওয়ার কারণ ব্যক্ত-১ করিয়া আইনটির সংশোধন বা প্রয়োগ শিথিল করিবার জন্য সরকারের নিকট লিখিত আবেদন পেশ করতে পারবে এবং সরকার এই আবেদন অনুযায়ী প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করিতে পারবে। & ൽ প্রথম তফসিল o (ধারা ২২ভ্রষ্টব্য), &S Հլ» জেলার আইন শৃঙ্খলার তত্ত্বাবধান সংরক্ষণ ও উহার উন্নতি সাধন o ১ক। পুলিশ (স্থানীয়)ঃ - ১খ। উপজাতীয় রীতিনীতি অনুসারে সামাজিক, সাংস্কৃতিক ও উপজাতীয় বিষয়ক বিরোেপ্ৰচিয় -" ২। জেলার স্থানীয় কর্তৃপক্ষসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় সাধন উহাদের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, পর্যালোচনা ও হিসাব নিরীক্ষণ; উহাদিগকে সহায়তা, সহযোগিতা ও উৎসাহ দান। - ༄། ། শিক্ষাQ (ক) প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ;

  • “অনুযায়ী প্রতিকারমূলক" শব্দগুলি “বিবেচনা করিয়া যুক্তিসংগত মনে করিলে আবেদনের প্রেক্ষিতে প্রতিকারমূলক যথাযথ" শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  • দফা ১, ১ক এবং ১খ পূর্ববর্তী দফা ১ এর পরিবর্তে রাংগামাটি পার্বত্যজেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন)

আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩৬ ধারাবলে প্রতিস্থাপিত।