পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ কোড ভলিউম-২৭ বাংলা ভাষা প্ৰচলন আইন, ১৯৮৭ ১৯৮৭ সনের ২ নং আইন [৮ মার্চ, ১৯৮৭ ] গণপ্রজাতন্ত্ৰী বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিধানকে পূৰ্ণরপে কাৰ্যকর করিবার উদ্দেশ্যে প্রণীত আইন। যেহেতু সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানাবলী পূৰ্ণরুপে কাৰ্যকর করিবার এবং তৎসংক্ৰান্ত বিষয়ের জন্য বিধান প্ৰণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদৃদ্ধারা নিমরুপ আইন করা হইল: ১। (১) এই আইন বাংলা ভাষা প্ৰচলন আইন, ১৯৮৭ নামে অভিহিত সংক্ষিপ্ত শিরোনামা হইবে । (২) ইহা অবিলম্বে বলবৎ হইবে। ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইন সংজ্ঞা “অনুচ্ছেদ” অর্থে সংবিধানের অনুচ্ছেদ বুঝাইব । ৩) (১) এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্ৰ তথা সরকারী অফিস, আদালতআধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্ৰতিষ্ঠান কৰ্তক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্ৰে নথি ও চিঠিপত্ৰ, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কাৰ্যাবলী অবশ্যই বাংলায় লিখিতে হইবে । (২) ৩(১) উপ-ধারায় উল্লেখিত কোন কৰ্ম স্থলে যদি কোন ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় আবেদন বা আপীল করেন তাহা হইলে উহা বেআইনী ও অকাৰ্যকর বলিয়া গণ্য হইবে । বর্তনও কাৰ্যকরী ব্যবস্থা