পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ఎఫిఫి ৭। পরিষদ কর্তৃক প্রদত্ত কোন বিশেষ সেবার জন্য ফিস। *[৮। অযান্ত্রিক যানবাহনের রেজিষ্ট্রেশন ফিস; ৯ । পণ্য ক্রয়-বিক্রয়ের উপর কর; ১০। ভূমি ও দালান-কোঠার উপর হোল্ডিং কর; NQ১১। গৃহপালিত পশু বিক্রয়ের উপর কর; ് ১২। সামাজিক বিচারের ফিস; o ১৩ । সরকারী ও বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের উপর হোল্ডিং কর; ് ১৪। বনজ সম্পদের উপর রয়্যালটির অংশ বিশেষ; Ro ১৫। সিনেমা, যাত্রা, সার্কাস ইত্যাদির উপর সম্পূরক কর; ഴ്സ് ১৬। খনিজ সম্পদ অন্বেষণ বা নিষ্কাশনের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত o অনুমতি পত্র বা পাট্টা সূত্রে প্রাপ্ত রয়্যালটির অংশ বিশেষ; ് ১৭। ব্যবসার উপর কর; o ১৮। লটারীর উপর কর; So ১৯। মৎস্য ধরার উপর কর; o© ২০ ৷ সরকার কর্তৃক পরিষদকে প্রদত্ত ক্ষমতাবলে আরোপিত কোন কর।] രു o তৃতীয় তফসিল এই আইনের অধীন অপরাধসমূহ (ধর ৫৬ভ্রষ্টব্য) S | পঢ়ি কর্তৃক আইনগতভাবে বাতিক টোল, রেইট ও ফিস ফাকি দেওয়া । O ২। এই আইন, বিধি বা প্রবিধানের অধীন যে সকল বিষয়ে পরিষদ কোন তথ্য ব্যৰ্থত বা ভুল তথ্য সরবরাহ ৩। এই আইন, বিধি বা প্রবিধানের বিধান অনুযায়ী যে কার্যের জন্য লাইসেন্স বা অনুমতি প্রয়োজন হয় সে কার্য বিনা লাইসেন্সে বা বিনা অনুমতিতে ২১০ সম্পাদন। - 8 পরিষদের অনুমোদন ব্যতিরেকে সর্বসাধারণের ব্যবহার্য কোন জনপথে অবৈধ পদার্পণ। • ক্রমিক নং ৮-২০ এবং এন্ট্রিসমূহ পূর্ববর্তী ক্রমিক নং ৮ এবং উলিখিত এন্ট্রির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩৭ ধারাবলে সংযোজিত।