পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిvరిం খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ তবে শর্ত থাকে যে, রক্ষিত (Reserved) বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত জমির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। (খ) পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোন প্রকারের জমি, পাহাড় ও 。 বনাঞ্চল পরিষদের সহিত আলোচনা ও উহার সম্মতি ব্যতিরিকে সরকার èst কর্তৃক অধিগ্রহণ ও হস্তান্তর করা যাইবে না। N (২) হেডম্যান, চেইনম্যান, আমিন, সার্ভেয়ার, কানুনগো ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যাদি পরিষদ তত্ত্বাবধান ও নিয়ন্ত্ৰণ করিতে পরিবে। (৩) কাপ্তাই হ্রদের জলে ভাসা জমি (Fringe land) কির ভিত্তিতে জমির মূল মালিকদেরকে বন্দোবস্ত দেওয়া হইবে। &

ভূমি উন্নয়ন কর ৬৫। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, আদায় খাগড়াছড়ি পার্বত্য জেলার এলাকাভূক্ত ভূমি বাবদ আদায়যোগ্য ভূমি উন্নয়ন কর আদায়ের দায়িত্ব পরিষদে ন্যস্ত থাকিবে এবং আদায়কৃত কর পরিষদের তহবিলে জমা হইবে ।] No উপজাতীয় বিষয়ে ৬৬। (১) খাগড়াছড়ি পার্বত্য জেলার বাসিন্দা এমন উপজাতীয়গনের মধ্যে "ি কোন সামাজিক, সাংস্কৃতিক বা উপজাতীয় বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি নিস্পত্তির জন্য স্থানীয় কারবারী বা হেডম্যানের নিকট উত্থাপন করিতে হইবে এবং তিনি সংশ্লিষ্ট উপজাতীয়গণের মধ্যে প্রচলিত রীতি-নীতি অনুযায়ী বিরোধের নিস্পত্তি করবেন।3 (২) কারবারী বা হেডম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে খাগড়াছড়ি মং চীফের নিকট আপীলকর বাইবে। (৩) মং চীফের আপীল নিস্পত্তির ব্যাপারে দায়িত্ব পালনে সহায়তা করার জন্য একজন ত্রিপুরা এবং একজন চাকমা পরামর্শদাতা থাকিবেন এবং তাহারা তে সরকার কর্তৃক তিন বৎসরের জন্য মনোনীত হইবেন। N ് (৪) মং চীফের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্রগ্রাম বিভাগের কমিশনারের নিকট § আপীল করা যাইবে এবং তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে: S তবে শর্ত থাকে যে, আপীল নিস্পত্তির পুর্বে তিনি সংশ্লিষ্ট উপজাতি হইতে sò তৎকর্তৃক মনোনীত অনুন তিনজন উপজাতীয় বিজ্ঞ ব্যক্তির সহিত পরামর্শ Q করিবেন।

  • ধারা ৬৫ খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন)

এর ৩০ ধারাবলে প্রতিস্থাপিত।