পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ Vలుa প্রথম তফসিল পরিষদের কার্যাবলী [ধারা ২২ দ্রষ্টব্য ’[১। জেলার আইন শৃঙ্খলার তত্ত্বাবধান, সংরক্ষণ ও উহার উন্নতি সাধন; è ১ক। পুলিশ (স্থানীয়); ് ১খ। উপজাতীয় রীতিনীতি অনুসারে সামাজিক, সাংস্কৃতিক ও উপজাতীয় è বিষয়ক বিরোধের বিচার;] o ২। জেলার স্থানীয় কর্তৃপক্ষসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় সাধন o উহাদের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন পর্যালোচনা ও হিসাব নিরীক্ষণ; ১ উহাদিগকে সহায়তা, সহযোগিতা ও উৎসাহ দান। o ৩। শিক্ষা।– o (ক) প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ; So (શ) সাধারণ পাঠাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ২০ § (গ) ছাত্রবৃত্তির ব্যবস্থা; ost (ঘ) ছাত্রাবাস স্থাপন ও রক্ষণাবেক্ষ (ঙ) প্রাথমিক শিক্ষক প্রশিক্ষা

  • (চ) শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক মঞ্জুরী প্রদান;

\" (ছ) বয়স্ক শিক্ষার ব্যবস্থা; (জ) ংিঘাদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা; -- - (ঝ) গরীব ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে পাঠ্য Q পুস্তক সরবরাহ; - § (ঞ) পাঠ্য পুস্তক ও শিক্ষা সামগ্ৰী বিক্রয় কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ শ; -- e$

  • দফা ১, ১ক এবং ১খ পূর্ববর্তী দফা ১ এর পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন)

আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৩৬ ধারাবলে প্রতিস্থাপিত।

  • সেমিকোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর (ট), (ঠ) ও (ড) এন্ট্রিসমূহ খাগড়াছড়ি পার্বত্য জেলা

স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৩৬ ধারাবলে সংযোজিত।