পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ৩৬৯ (গ) হিসাব রক্ষণে অনিয়ম: (ঘ) নিরীক্ষাকারী কর্তৃপক্ষের মতে যাহারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উক্ত আত্মসাৎ, লোকসান, অপচয়, অপপ্রয়োগ ও অনিয়মের জন্য দায়ী তাহাদের নাম। è ৪১। (১) পরিষদ প্রবিধান দ্বারা- পরিষদের সম্পত্তি o No. (ক) পরিষদের উপর ন্যস্ত বা উহার মালিকানাধীন সম্পত্তির ব্যবস্থাপনা, SS রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বিধান করিতে পারিবে: ് (খ) উক্ত সম্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করিতে পরিবে। N o ് (২) পরিষদ- s (ক) উহার মালিকানাধীন বা উহার উপর বা উহুর তত্ত্বাবধানে ন্যস্ত যে কোন সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও উন্নয়ন সাধন করিতে পারিবে; oS (*) এই আইনের উদেশ্য পুরুকরে উক্তসম্পৰিকল্লাইতে পারকে (গ) দান, বিক্রয়, বন্ধক, ইজারা বা বিনিময়ের মাধ্যমে বা অন্য কোন পন্থায় যে কোন সম্পত্তি অর্জন বা হস্তান্তর করিতে পারবে। ৪২। (১) পরিষদ উহার এখতিয়ারভুক্ত যে কোন বিষয়ে উহার তহবিলের উন্নয়ন পরিকল্পনা সাতিজা জনপদ" বাস্তবাদ তিনি। (২)উতপরিকল্পনা তিমিরমিবালিকা (ক) কি পদ্ধতিতে পরিকল্পনার অর্থ যোগান হইবে এবং উহার তদারক ও খে রেখাপনি বাস্ততিকে ৫) পর সম্পৰ্তিজনান দেয়নি। (২ক) পরিষদ সরকার হইতে প্রাপ্য অর্থে স্থানান্তরিত বিষয়সমূহের উন্নয়ন - প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারবে। ് (৩) পরিষদ উহার উন্নয়ন পরিকল্পনার একটি অনুলিপি উহার বাস্তবায়নের পূর্বে সরকারের নিকট প্রেরণ করবে।

  • উপ-ধারা (২ক) বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩১ নং আইন) এর ৩

ধারাবলে প্রতিস্থাপিত।