পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ԾԳ8 ৭১। (১) পরিষদের বিরুদ্ধে বা পরিষদ সংক্রান্ত কোন কাজের জন্য উহার পরিষদের পক্ষে ও কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা দায়ের করিতে বিপক্ষে মামলা হইলে মামলা দায়ের করিতে ইচ্ছুক ব্যক্তিকে মামলার কারণ এবং বাদীর নাম ও ঠিকানা উল্লেখ করিয়া একটি নোটিশ (ক) পরিষদের ক্ষেত্রে, পরিষদের কার্যালয়ে প্রদান করিতে হইবে বা Q পৌছাইয়া দিতে হইবে: o N (খ) অন্যান্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট সদস্য, কর্মকর্তা বা কর্মচারীর নিকট o ব্যক্তিগতভাবে বা তাহার অফিস বা বাসস্থানে প্রদান করিতে হইবে বা o পৌছাইয়া দিতে হইবে। *o* - o (২) উক্ত নােটিশ প্রদান বা পৌছানাের পর ত্রিশ দিন অতিবাহিত না হওয়া ২ পর্যন্ত কোন মামলা দায়ের করা যাইবে না, এবং মামলার আরজীতে উক্ত নোটিশ - ********* ৭২। (১) এই আইন বি বা এদিন পরে জন্য নােট ৰজা 6कान केज कोशी नासा इंडे दिवङथाका शनेि बाङित कडक क्षेउश इंग्लल चलिन्त কোন সময়ের মধ্যে ইহা করিতে হইবে বা ইহা করা হইতে বিরত থাকিতে হইবে o (২) এই আইনের অধীন প্রদেয় কোন নোটিশ গঠনগত ক্রটির কারণে অবৈধ হইবে না। さ* ~ (৩) ভিন্নরূপ কোন বিধান না থাকিলে এই আইনের অধীন প্রদেয় সকল ডাকযোগে প্রেরণ করিয়া বা তাহার বাসস্থান বা কর্মস্থলের কোন বিশিষ্ট স্থানে

ു. (৪) যে নোটিশ সর্বসাধারণের জন্য তাহা পরিষদ কর্তৃক নির্ধারিত কোন

- বলিয়া গণ্য হইবে। S ૧૭ এই আইনের অধীন প্রস্তুতকৃত এবং সংরক্ষিত যাবতীয় রেকর্ড এবং প্রকাশ্য রেকর্ড So রেজিস্টার Evidence Act, 1872 (I of 1872) তে যে অর্থে প্রকাশ্য রেকর্ড CŞ (public document) কথাটি ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, প্রকাশ্য রেকর্ড (public document) বলিয়া গণ্য হইবে এবং বিপরীত প্রমাণিত না হইলে, উহাকে বিশুদ্ধ রেকর্ড বা রেজিস্টার বলিয়া গণ্য করিতে হইবে।