পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ ○a (৪) এড্‌ভান্সড় ষ্টাডিজ বোর্ড - (ক) স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণার ব্যাপারে একাডেমীয় বিষয়াবলী সম্পর্কে ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলকে পরামর্শ দান করিবেন; (খ) বিভিন্ন একাডেমীয় ও গবেষণা প্রকল্পের অনুমোদন এবং সকল মঞ্জুরী, পুরস্কার ও ফেলোশীপ প্রদানের ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবেন; (গ) বিভিন্ন ডিসিপ্লিনের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণার অগ্রগতি পর্যালোচনা করিবেন এবং এম.ফিল, পি-এইচ-ডি ও অন্যান্য গবেষণার ডিগ্রী প্রদানের ক্ষেত্রে সুপারিশ করবেন এবং দক্ষ শিক্ষকমন্ডলী ও প্রয়োজনীয় সরঞ্জাম ও র্যন্ত্রপতির প্রপতি এবং উচ্চর্মরেশিক্ষদন ২০ গবেষণা পরিচালনা সম্বন্ধে নিঃসন্দেহ হইবে। - সুবিধা (৫) কার্যকর তত্ত্বাবধান ও নির্দেশনার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগআছে এই মর্মে এড্‌ভান্সড় ষ্ট্যাডিজ বোর্ড সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোন ডিসিপ্লিনকে কোন বিষয়ে পি-এইচ-ডি, ডিগ্রীর জন্য গবেষণাকার্য পরিচালনা করিবার অনুমতি দেওয়া হইবে না। ംര് ৬। (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের নিয়োগের জন্য একটি বাছাই বাের্ড নিম্নবর্ণিত সদস্যগণের সময়ে গঠিত থাকিবে যথাঃ (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) কোন বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অন্ততঃ একজন বিশেষজ্ঞসহ চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশেষজ্ঞ; o (গ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন সদস্য: (ঘ) অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সিণ্ডিকেট কর্তৃক দুইজন মনোনীত ব্যক্তি। - (২) সহকারী অধ্যাপক এবং প্রভাষক নিয়োগের জন্য বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা : so ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন : \o র চেয়ারম্যান হইবেন; e$ (খ) সংশ্লিষ্ট স্কুলের ডীন; (গ) ডিসিপ্লিন-প্রধান; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত দুইজন বিশেষজ্ঞ। বাছাই বোর্ড