পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిస్సి 8 বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ তবে আরও শর্ত থাকে যে, সরকার যে কোন সময় কোন মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারিবে।] পরিষদের সভাপতি ৬। (১) পরিষদের সভাপতি পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং এই আইন দ্বারা তাহার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করিবেন। o (২) অসুস্থত বা অন্য কোন করল পরিষদের সভাপতি তাহার দায়িত্ব । পালনে অসমর্থ হইলে বা পরিষদের সভাপতির পদ শূন্য থাকিলে পরিষদের সহ একাডেমীর ক্ষমতা ও ༢ ། ཨ་ཐར་ཆ་གི༔ ཨཱཿཤ་ཡཱ་ལ་༡༡ ༠ aff་༔ ལྷ་ཁང་། ལྷ་ཤན་ མཱུའུ་ দায়িত্ব (ক) জাতীয় আশা-আকাঙ্খার সংগে সংগতি রাখিয়া-ললিতকলা, জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সমৃদ্ধি ও প্রসার ঘটানো এবং উহাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা: N (খ) প্রতিভাবান ও পণ্ডিতশিল্প এবংকাকুশলীর কর্মশলা,সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা: (গ) ললিতকলা, 5]ཐ་ཕཤ༑ ༦ 3সংস্কৃতির বিশেষ ক্ষেত্র বা ধারার উৎকর্ষ সালের উদেশে কোন উচ্চতর প্রশিক্ষরে ব্যবস্থ গ্রহ করা: } (ঘ) প্রতিভার বিকাশ সাধনের উদ্দেশ্যে শিক্ষার্থী-শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা: <\> (ঙ) অভাবগ্রস্ত অথচ প্রতিভাবান শিক্ষার্থী শিল্পীদের, বিশেষ করিয়া কণ্ঠ, ২২ নৃত্য ও যন্ত্র সংগীত শিল্পীদের জন্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে o বৃত্তি প্রদানের ব্যবস্থা করা: so (চ) অজ্ঞাত বা স্বল্প পরিচিত প্রতিভাবান শিল্পীদের অনুসন্ধান করিয়া o তাহাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা:

  • N (ছ) ললিতকলা এবং সংস্কৃতির ক্ষেত্রে নিবেদিত প্রতিষ্ঠানের অবদান Q - মূল্যায়ন করিয়া প্রয়োজনবোধে উহাদিগকে আর্থিক অনুদান প্রদান করা o এবং এইরূপ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের গুণগত দক্ষতা বৃদ্ধিতে

Ns (জ) শিল্পকলার সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা ও কৃতী শিল্পীদের পুরস্কার প্রদান করা: (ঝ) শিল্পকলার বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ফিল্ম আমদানী করিয়া অথবা এইরূপ ফিল্ম দেশে তৈয়ার করিয়া তাহা প্রদর্শনের মাধ্যমে শিল্পকলা চর্চাকে উৎসাহিত করা;