পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○あや。 বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ মহাপরিচালক ৯। (১) একাডেমীর একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে, কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু o বা অন্য কোন কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে ১৫ নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সচিব মহাপরিচালকরুপে কার্য করিবেন। ാ (৪) মহাপরিচালক একাডেমীর সর্বক্ষণিক মূখ্য নির্বাহী কর্মকর্তী হইবেন এবং তিনি- s

  • (ক) পল কলক শলালি

(*) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; Co(গ) একাডেমীর প্রশাসন পস্থিানে। সচিব ১০। (১) একাডেমীর একজন সচিব থাকবেন। (২) সচিব সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

  • N (৩) সচিব মহাপরিচালককে তাহার যাবতীয় প্রশাসনিক কাজকর্মে সহায়তা করিবেন। o

<\o পরিচালক ও অন্যান্য ১১। (১) একাডেমী উহার বিভাগগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও পরিচালক নিয়োগ করিতে পারিবে। ് (২) একাডেমী উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য অন্যান্য কর্মকর্তা ও ~ Q (৩) একাডেমীর পরিচালক ও উহার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের a$- নিয়োগ ও চাকুরীর শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারণ করা হইবে। ད། ༢ཞི་པ་ད་ལྟ་གཙ། ১২। (১) পরিষদ প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে e$ ཧྥུ་ཀ་ཨs ཨ་ཅིང་། ཀལ། ༦ ལྕམ། ༡༦་༥༥༧ ཤ་ཨ་༡༩༣ ཁཙs aཧྥ་ཝང་། ཁུལ། | (২) একাডেমীর সভাপতি, প্রয়োজনবোধে, যে কোন সময় পরিষদের বিশেষ সভা আহবান করিতে পারিবেন।