পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○○ ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ২৩ নং আইন [৩১ মে, ১৯৮৯] Co. ভূমি সংস্কার বোর্ড গঠনের জন্য বিধান করার উদ্দেশ্যে প্রণীত আইন। ് o যেহেতু ভূমি সংস্কার কর্মসূচী বাস্তবায়ন এবং সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ড গঠনের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; Q <o" N সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- o সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯ নামে অভিহিত Q, (২) ইহা ২রা চৈত্র ১৩৯৫ মোতাবেক ১৬ই মার্চ, ১৯৮৯ তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গণ্য হইবে। N ംരു সংজ্ঞা ২। এই আইনে “বোর্ড বলিতে ভূমি সংস্কার বোর্ডকে বুঝাইবে। N. আইনের প্রাধান্য ৩। আপাতত বাৰজন কেন আইল পীত বাহ দি বাকু না কেন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিবানাবলী কার্যকর থাকবে। o جمیر * “ಕ ৪। (১) এই আইন বলবৎ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, ভূমি সংস্কার বাের্ডনামে একটি বাের্ড গঠন করবে। - ം് (২) একজন চেয়ারম্যান এবং অনধিক দুইজন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত ২হইবে। o (৩) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং বাের্ডেরকাবিলী ৫। বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :o so (ক) সরকার কর্তৃক অর্পিত ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষমতা ost প্রয়োগ ও দায়িত্ব পালন; (খ) কোন আইনের দ্বারা বা আইনের অধীন অপিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন ।