পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ 8S (ঞ) মহাবিদ্যালয়টির অধিভুক্তির ফলে উহার পাশ্ববর্তী এলাকায় অবস্থিত অন্য কোন অধিভুক্ত মহাবিদ্যালয়ের শিক্ষা বা শৃংখলার কোন ক্ষতি হইবে না। (২) আবেদনপত্রে এইরূপ নিশ্চয়তাও থাকিতে হইবে যে, মহাবিদ্যালয়টি অধিভুক্ত হওয়ার পর উহার শিক্ষকগণের বদলী বা তাহাদের মধ্যে কোন 。 পরিবর্তন সম্পর্কে অবিলম্বে সিণ্ডিকেটকে অবহিত করা হইবে। èst (৩) (১) প্যারা অনুযায়ী আবেদনপত্র প্রাপ্তির পর সিণ্ডিকেট- o (ক) উক্ত প্যারায় বর্ণিত বিষয়াদি এবং অন্যান্য যে সকল বিষয় প্রয়োজনীয় ് ও প্রাসংগিক বলিয়া গণ্য হইতে পারে সেই সকল বিষয় সম্পর্কে , স্থানীয়ভাবে তদন্ত অনুষ্ঠানের জন্য কোন উপযুক্ত ব্যক্তিকে বা সিন্ডিকেট কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোন উপযুক্ত ব্যক্তিকে নির্দেশ দিবেন; SS - (খ) প্রয়োজনীয় অন্যান্য তদন্ত অনুষ্ঠান করিবে: o (গ) একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে উক্ত আবেদনপত্র সম্পূর্ণ বা আংশিকভাবে মঞ্জুর বা অগ্রাহ্য করা হইবে কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিবে। §o (৪) সিণ্ডিকেট প্রত্যেক অধিভুক্ত प्रशविनाथाचा अयोजनीया শিক্ষকের নূ্যনতম সংখ্যা একদিনেপলি বে। (৫) সরকারী মহাবিদ্যালয় ব্যতীত অধিভুক্ত অন্য সকল অধিভুক্ত মহাবিদ্যালয়ের শিক্ষকগণ লিখিত চুক্তির দ্বারা নিযুক্ত হইবে এবং এই চুক্তিতে তাহাদের চাকুরীর শর্তাবলী এবং প্রদেয় বেতনের উল্লেখ থাকিবে এবং এই চুক্তির একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের নিকট গচ্ছিত থাকিবে। Q. ১২। (১) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রত্যেক মহাবিদ্যালয় উহার দক্ষতা পরিদর্শন ও প্রতিবেদন যাচাইয়ের জন্য সিণ্ডিকেট কর্তৃক তলবকৃত যাবতীয় প্রতিবেদন, রিটার্ণ ও অন্যান্য দলিল বা তথ্য সরবরাহ করিবে। (S) সিদ্ভিকেট তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রদত্ত এক বা একাধিক উপযুক্ত (૭) રે প্রকার পরিদর্শনকৃত মহাবিদ্যালয়কে সিণ্ডিকেট তৎকর্তৃক ২দিতে পারিবে। ost ১৩। (১) একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে সিন্ডিকেট কোন মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়কে সময় সময় যে সকল বিষয়ে ও যে মানের শিক্ষাদানের জন্য ੇ ক্ষমতা দান করিবে মহাবিদ্যালয়টি সেই বিষয়ে এবং সেই মানের শিক্ষাদানের মহৰিদালনের মধ্যে ব্যবস্থা করিবে। সহযোগিতা