পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8V)と。 অর্থ আইন, ১৯৮৯ পরিমাণ। (অ) যেইক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর রপ্তানীকারক করদাতা কর্তৃক আরোপণযোগ্য আয়করের ৩০%। উৎপাদিত না হয় : (১) এবং যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী বিক্রয় CŞo রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের পূর্ববর্তী বৎসরের রপ্তানী বিক্রয়ের èst রপ্তানী বিক্রয়ের অধিক; তুলনায় প্রতি শতকরা ১০ ভাগ বৃদ্ধির o জন্য অতিরিক্ত ১% আয়কর হাস করা § হইবে। তবে এই হাস কোন ost অবস্থাতেই প্রদেয় করের ৪০% এর o অধিক হইবে না। <foo N (২) এবং যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী বিক্রয় ২০ রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের পূর্ববর্তী বৎসরে রপ্তানী বিক্রয়ের - রপ্তানী বিক্রয়ের অধিক না হয়; তুলনায় প্রতি শতকরা ১০ ভাগ হ্রসের জন্য শতকরা ১ ভাগ আয়কর রেয়াত হাস করা হইবে। তবে কোন অবস্থাতেই রেয়াত ২০% এর কম হইবে না। རྗེའི་༠ രു (আ) য়েইক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ Q র - করদাতা কর্তৃক & উৎপাদিত হয়: o o (১) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে কোন রেয়াত দেওয়া হইবে বিক্রয়ের ১০% এর বেশী না হয়ঃ ৩ না। (২) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ১০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৩০% । কিন্তু ২০% এর অধিক না হয়; - (৩) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ಎಂ%`g অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৪০% । কিন্তু ৩০% এর অধিক না হয়; (৪) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ৩০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৫০%। ২ কিন্তু ৪০% এর অধিক না হয়; (৫) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর <\ বিক্রয়ের ৪০% এর অধিক হয়; আরোপণযোগ্য আয়করের ৬০%: CŞ তবে শর্ত থাকে যে, স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্য-সামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে তাহাও এই দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” এবং “রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞাভুক্ত হইবে: