পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ G: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ ১৯৮৭ সনের ১৫ নং আইন [১ এপ্রিল, ১৯৮৭] সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন। যেহেতু উচ্চশিক্ষা ও গবেষণার জন্য, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য, সুযোগ-সুবিধার ব্যবস্থাকল্পে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ·o S (S) বিশ্ববিদ্যালয় আইন নামে অভিহিত হইবে। § Ø (২) ইহা ১৯৮৬ সালের ২৫শে আগষ্ট তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। § ost> ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইন এবং তদাধীনে প্রণীত সকল সংবিধিতে- o Q (ক) "অধিভুক্ত মহাবিদ্যালয়" অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান; ১ >", (খ) “অংগ-মহাবিদ্যালয়” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অংগ-মহাবিদ্যালয় (গ) “অধ্যক্ষ" অর্থ কোন মহাবিদ্যালয়ের প্রধান; co, “ইনষ্টিটিউট" অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইনষ্টিটিউট হিসাবে স্বীকৃত § (ঙ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলঃ -so (চ) “ওয়ার্ডেন” অর্থ কোন হোষ্টেলের প্রধান; e$ (ছ) “কর্তৃপক্ষ" অর্থ এই আইনে উল্লেখিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (জ) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ ১৯৭৩ সালের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ (১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১০); (ঝ) “মঞ্জুরী কমিশন” অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন