পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ (9) clause (c) Co. aesix thousand” “offs of Koš assix thousand and six hundred” “Hoofs of gifo, ogo; ৯। (১) উপধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কর নিধারণের ক্ষেত্রে চতুর্থ তফসিলে বিনির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে। ২। ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে, যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হাস করা হইবে। & ৩। ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন করা তফসিলের অনুচ্ছেদ ক’ অথবা খ(১) (ঈ) তে বিনিদিষ্ট করহার এর মধ্যে যে হইবে; So শর্ত থাকে যে, এই উপধারার উদ্দেশ্যে চতুর্থ তফসিলের 'ক' অনুচ্ছেদে বিনির্দিষ্ট হার অনুযায়ী আয়কর নির্ধারণের ক্ষেত্রে, উক্ত অনুচ্ছেদের শতাংশে উল্লেখিত কোন রেয়াত বা অংক বাদ দেওয়া বাইবে না। o ৪ । (ক) ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরে, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) ব্যবসায় এর বিধান সাপেক্ষে, হইবেঃ (অ) যেইক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর রপ্তানী-কারক করদাতা কর্তৃক আরোপণযোগ্য আয়করের ৩০% No &S (১) এবং যেইক্ষেত্রে সংশ্লিষ্ট সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী বিক্রয় e$ বৎসরের রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের রপ্তানী বিক্রয়ের পূর্ববর্তী বৎসরের রপ্তানী তুলনায় প্রতি শতকরা ১০ ভাগ বৃদ্ধির বিক্রয়ের অধিক; জন্য অতিরিক্ত ১% আয়কর হাস করা হইবে। তবে এই হাস কোন অবস্থাতেই প্রদেয় করের ৪০% এর অধিক হইবে না; অর্থ আইন, ১৯৮৭ - -