পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ (ত) পরিচালক, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান; (থ) সরকার কর্তৃক মনোনীত চারজন ব্যক্তি; (দ) একাডেমীর মহা-পরিচালক। (২) পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে o নিয়োজিত মন্ত্রী বা কোন মন্ত্রী না থাকিলে উহার প্রতি-মন্ত্রী বা, ক্ষেত্রমত, উপ-২৫০ মন্ত্রী বোর্ডের সভাপতি হইবেন। &o (৩) পল্লী উন্নয়ন ও गमवाचा विचाक भखभायाः वा विडणत अङिअझै ब উপ-মন্ত্রী, এবং প্রতি-মন্ত্রী বা উপ-মন্ত্রী কেহ না থাকিলে উক্ত মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা সচিব পদে নিয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তা বোর্ডের সহসভাপতি হইবেন। **o (৪) উপ-ধারা (১)(খ) এর অধীন সরকার কর্তৃক মনোনীত কোন সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন: _o তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় তাঁহার মনোনয়ন বাতিল করিতে পারিবে । šo (6) সভাপতির উদেশে স্বাক্ষরযুক্ত পায়াগে সরকার কর্তৃক মনােনীত কেনস্যা পদত্যকৃতি পরিবেন। গবেষণা এলাকা ৬। একাডেমী খুলনাও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত যে কোন এলাকা এবং সরকারের অনুমতি সাপেক্ষে, উহাদের এলাকা বহির্ভূত যে কোন এলাকাকে পল্লী উন্নয়ন গবেষণার জন্য ব্যবহার করিতে পারিবে। o একাডেমীর দায়িত্ব ৭। একাডেমীর নিম্নরূপ দায়িত্ব থাকিবে, যথা : - - & (ক) পল্লী উন্নয়ন সম্পর্কিত যে কোন বিষয়ে গবেষণা পরিচালনা করা: ് (খ) পল্লী উন্নয়ন কাজে নিয়োজিত সরকারী কর্মচারী ও অন্যান্যদের প্রশিক্ষণ SS প্রদান; © (গ) পল্লী উন্নয়নের কৌশল ও ক্রিয়াপদ্ধতির উপর পরীক্ষা ও তথ্যানুসন্ধান করা: so ۶یر گیر ك يمر o (ঘ) পল্লী উন্নয়ন সম্পর্কিত কর্মসূচী ও কার্যাবলীর মূল্যায়ন করা: § (ঙ) সরকার ও অন্যান্য সংস্থাকে পল্লী উন্নয়ন সম্পর্কে উপদেশ ও পরামর্শ O দেওয়া; (চ) পল্লী উন্নয়ন ক্ষেত্রে উচ্চতর গবেষণায় নিয়োজিত দেশী ও বিদেশী ব্যক্তিগণের কার্যাবলী পরিচালনা ও তত্ত্বাবধান করা বা কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সহযোগীতা করা;