পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ ᎼᏳᏑ ১৬। (১) একাডেমী যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে । (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাবনিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রতি বৎসরে একাডেমীর হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোটের একটি করিয়া অনুলিপি সরকার ও একাডেমীর নিকট পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাবনিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তি একাডেমীর সকল এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং একাডেমীর মহা N अत्रिशब्दक, उड़ितुकमङ्ञवेिशनक, अॅबिज़न किव कोडशैत्र खन केनै কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। so ১৭। সরকার প্রয়োজন মত একাডেমীর নিকট হইতে একাডেমীর যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহান করিতে পারবে এবং একাডেমী উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে। No - ১৮। বোর্ড উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে মহা-পরিচালক বামে আলেকজেদিলে। ১৯। এই আইন, কোন বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য বোর্ড, সভাপতি, সদস্য, মহা-পরিচালক বা একাডেমীর অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কেন আইনগত কার্যক্রমকের বাইবে না। ২০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন বারবিধিপ্রণয়ন করতে পারবে। ২১ ৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একাডেমী সরকারের পূর্ব অনুমোদনক্রমে, এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারবে।

  • -

(S༠༤ । (১) একাডেমী প্রতিষ্ঠার সংগে সংগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের - ১৯শে জুন, ১৯৭৩ তারিখের স্মারক নং শাখা-১১/১এ-১/৭৩/২২৪, অতঃপর S২ উক্ত স্মারক বলিয়া উল্লেখিত, বাতিল হইয়া যাইবে। (২) উক্ত স্মারক বাতিল হইবার সংগে সংগে (ক) উক্ত স্মারকের অধীন গঠিত পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লেখিত, বিলুপ্ত হইবে, o Goo প্রতিবেদন ক্ষমতা অর্পণ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ বিধি প্রণয়নের ক্ষমতা প্রবিধান প্রণয়নের পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এর বিলোপ ইত্যাদি