পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ Տ Գ Տ (চ) স্কুলের অন্তর্ভুক্ত বিষয়সমূহে বিশেষ জ্ঞানসম্পন্ন তিন জন ব্যক্তি, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) নির্বাহী কমিটিতে নিযুক্ত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে দুই বৎসরের মেয়াদে তাহাদের পদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক স্কুলের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা: (ক) স্কুলের জন্য পাঠ্যক্রম ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠ্যক্রমের জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠ্যক্রম কমিটিসমূহ গঠন করা: (খ) স্কুলের বিষয়সমূহের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরীক্ষকদের নাম সুপারিশ করা: o o (গ) ডিগ্রী, ডিপ্লোমা এবং অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলী একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা: & (ঘ) স্কুলের ডিসিপ্লিনসমূহের শিক্ষক ও গবেষণা পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; ২২° (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। S. o w) | (১)প্ৰত্যেক পাঠক্রম কমিটি নিম্নবর্ণ সদস্যসমন্বয়ে গঠিত হইবে যথা:– (ক) ডিসিপ্লিনের প্রধান, নিউরেটরযান হইবেন; (খ) ডিসিপ্লিনের শিক্ষকগণ o - (গ) অধিভুক্ত বা অংগ-মহাবিদ্যালয় হইতে উন কর্তৃক নিযুক্ত সংশ্লিষ্ট বিষয়ের দুইজন শিক্ষক; (ঘ) অন্য কেন বিশ্ববিদ্যালয় হইতে উন কর্তৃক মনােনীত সংশ্লিষ্ট বিষয়ের দুইজন শিক্ষক। --~~ (২) পাঠ্যক্রম কমিটি পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন করিবেন এবং স্কুল, একাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষা ডিসিপ্লিন না থাকিলে, স্কুলের উীন cSR এবং অধিভুক্ত বা অংগ-মহাবিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে ভীন কর্তৃক CŞ নিযুক্ত উক্ত বিষয়ের পাঁচ জন শিক্ষকের সমন্বয়ে পাঠ্যক্রম কমিটি গঠিত হইবে। (৪) কমিটিতে নিযুক্ত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে এক বৎসরের মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। NON് so ് . -- & পাঠ্যক্রম কমিটিসমূহ