পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ Տ ԳՎ) (৫) কার্যকর তত্ত্বাবধান ও নির্দেশনার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আছে এই মর্মে এ্যাডভান্সড় ষ্টাডিজ বোর্ড সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোন ডিসিপ্লিনকে কোন বিষয়ে পি-এইচ-ডি ডিগ্রীর জন্য গবেষণা কার্য পরিচালনা করিবার অনুমতি দেওয়া হইবে না। ৫। (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য একটি বাছাই বাছাই বোর্ড ് বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত থাকিবে, যথা:- ് (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; © (খ) কোন বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অন্ততঃ একজন বিশেষজ্ঞসহ ് চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিন জন বিশেষজ্ঞ; <Soo N (গ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুই জন সদস্য: ·o (ঘ) অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে, সিন্ডিকেট কর্তৃক মনোনীত দুই জন ব্যক্তি। - (২) সহকারী অধ্যাপক এবং প্রভাষক নিয়োগের জন্য বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- &o (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন C তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের কোন প্রো-ভাইস-চ্যান্সেলর থাকিলে তিনিই উহার চেয়ারম্যান থাকিবেন; -O qŞ` (খ) সংশ্লিষ্ট স্কুলের ডীন; , -0 (গ) ডিসিপ্লিন প্রধান ।& (ঘ) সিভিক্টে কর্তৃক মনােনীত দুইজন বিশেষজ্ঞ। (৩) বাছাই বাের্ড প্রত্যেক তিন বৎসর অন্তর পুনর্গঠিত হইবে: তবে শর্ত থাকে যে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নূতন বাের্ড গঠন পর্যন্ত পূর্ববর্তী বোর্ড বলবৎ থাকিবে। o ৬। (১) হলের প্রভোষ্ট ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে তৎকর্তৃক হল তিন বৎসরের মেয়াদে নিযুক্ত হইবেন। o (২) সিভিকেট বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নামকরণ করবে। S. ૧ কোন অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত হোষ্টেলের ওয়ার্ডেন ও তত্ত্বাবধায়ক হোষ্টেল G° মধ্য হইতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে নিয়োগ করা হইবে। ৮। কোন সম্মানসূচক ডিগ্রী প্রদানের প্রস্তাব সিন্ডিকেট চ্যান্সেলরের নিকট সম্মানসূচক ডিগ্ৰী অনুমোদনের জন্য পেশ করিবে।