পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ఎ\లి (গ) মাদকদ্রব্য উৎপাদন, সরবরাহ, ব্যবহার ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন: (ঘ) মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও উহা বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ; (ঙ) মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারমূলক কার্যক্রম গ্রহণ; (চ) মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সহিত যোগাযোগ স্থাপন এবং এতদসংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমন্বয় সাধন; (ছ) উপরি-উক্ত দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ। & ৬। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার সভা কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। so (২) বোর্ডের সকল সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হইবে। No (৩) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনােনীত বাের্ডের অন্য কোন সদস্য সভাপতিত্ব করবেন। (৪) বোর্ডের মোট সদস্যের এক-চতুর্থাংশের উপস্থিতিতে উহার সভার কোরাম গঠিত হইবে। *S* (৫) বোর্ড গঠনে জটি রহিয়াছে যা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত এই কারণে বাের্ডের কোন কার্য বা কার্যধারা বে-আইনী হইবে না বা তৎসম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। o, No. ৭। (১) মাদকদ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করার প্রয়োজনে সরকারী সাধারণ বাজেট বরাদের অতিরিক্ত অর্থ সংগ্রহের লক্ষ্যে বোর্ড জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বাের্ড তহবিল নামে একটি স্বতন্ত্র তহবিল গঠন করিতে পরিবে। (২) উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:o (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড তহবিল