পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৩৩ ব্যাখ্যা - যে কোম্পানী মূলতঃ পণ্য উৎপাদন বা বাণিজ্য পরিচালনা করে এবং শুধুমাত্র উক্ত উৎপাদন বা বাণিজ্যের অর্থ সংস্থানের জন্য এই দফার অধীন ব্যাংক ব্যবসা করিতেছে বলিয়া গণ্য হইবে না। (ত) “ব্যাংক ব্যবসা” অর্থ কর্জ প্রদান বা বিনিয়োগের উদ্দেশ্যে জনসাধারণের নিকট হইতে টাকার এইরূপ আমানত গ্রহণ করা, যাহা চাহিবামাত্র বা অন্য কোনভাবে পরিশোধযোগ্য এবং চেক, ড্রাফট, আদেশ বা অন্য কোন পদ্ধতিতে প্রত্যাহারযোগ্য; (থ) “মেয়াদী দায়” অর্থ চাহিবামাত্র দায় ব্যতীত অন্যান্য আর্থিক দায়; শ(থথ) “মুদারাবা সার্টিফিকেট” অর্থ মুদারাবার ভিত্তিতে প্রদত্ত সার্টিফিকেট; (থথথ) “মুদারাবা” অর্থ এমন চুক্তি যাহার শর্তানুসারে ইসলামী | মোতাবেক পরিচালিত কোন ব্যাংক কোন কিছুতে মূলধন যোগান দেয় এবংখহকউহাতে দক্ষতা প্রচেষ্ট, শ্রম ও প্রজ্ঞ নিয়ােজিত ক১ে১ (থথথথ) “মুশরিকা সার্টিফিকেট” অর্থ মুশরিকার ভিত্তিতে প্রদত্ত সফিকেট - (থথথথথ) “মুশরিকা” অর্থ এমন চুক্তি যাহার অধীন কোন কাজে মূলধনের এক ংশ ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত কোন ব্যাংক এবং অপর অংশ গ্রাহক যোগান দেয় এবং যে কাজের লাভ চুক্তিতে উল্লিখিত অনুপাতে এবং লোকসান মূলধন অনুপাতে বণ্টিত হয়;] --> (দ) “স্বর্ণ” অর্থ মুদ্রার আকারে স্বর্ণ, আইনানুগ টেন্ডার হউক বা না হউক, অথবা বাট বা পিণ্ড আকারে স্বর্ণ পরিশোধিত হউক বা না হউক, o, (খ) "রেজিষ্ট্রর সেই অর্থে ব্যবহৃত হইয়াছে যে অর্থে উহা কোম্পানী আইনে ব্যবহৃত হইয়াছে।" Wり | এই আইনে ভিন্নরুপরিধান না থাকিলে, o (ক) নূতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত, কোন ব্যাংক-কোম্পানীর মেমোরেন্ডাম ও আর্টিকেলস, উহার সম্পাদিত কোন চুক্তি, বা উহার সাধারণ সভায় বা পরিচালনা পর্ষদের সভায় গৃহীত কোন প্রস্তাবে যাহা ಎಚ್ಚೆಳ್ತ; এবং উহা এই আইন প্রবর্তনের পূর্বে বা পরে, Q ক্ষেত্রমত, রেজিষ্ট্রিকৃত বা সম্পাদিত বা গৃহীত হউক বা হইয়া থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হইবে, এবং S. & (খ) উক্ত মেমোরেন্ডাম, আর্টিকেলস, চুক্তি বা প্রস্তাবের কোন বিধানের sò སྡུམ་ཙཱར་ཧྥུ་ན་སྨི༦༥་༧༢༤ ཨཨ་མཐཨ་ཕ༦༤༢༠༅aལ༦༩༦༦༧མ་༔ | CŞ NON് &o ് o Goo ഴ്സ് সংঘ স্মারক ইত্যাদির উপর আইনের প্রাধান্য

  • দফাসমূহ ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।