পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8ミ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (৩) বাংলাদেশের বাহিরে নিবন্ধিত ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে উক্ত ব্যাংক কোম্পানী নগদে বা দায়হীন অনুমোদিত সম্পত্তি নিদর্শনপত্রে অথবা আংশিক নগদে ও আংশিক অনুরূপ নিদর্শনপত্রে অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য কোন সম্পদে বাংলাদেশ ব্যাংকের নিকট উপ-ধারা (২) মোতাবেক রক্ষণীয় অর্থ জমা না রাখিলে উক্ত ব্যাংক-কোম্পানী উক্ত উপ-ধারার বিধান 。 পালন করিয়াছে বলিয়া গণ্য হইবে না : èst তবে আরও শর্ত থাকে যে, বাংলাদেশের বাহির হইতে তহবিল হস্তান্তর" করিয়া বা বাংলাদেশের আমানত হইতে অর্জিত বিদেশে প্রেরণযোগ্য মুনাফা দ্বারা আহরিত সম্পদে উক্ত অর্থ জমা রাখিতে হইবে।] O o o (৪) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ ഭങ്ങ ১১ নং আইন) এর ৮ ধারাবলে বিলুপ্ত | o

(৫) যদি কোন কারণে বাংলাদেশের বাহিরে নিবন্ধনকৃত কোন ব্যাংককোম্পানী উহার ব্যাংক-ব্যবসা বাংলাদেশে বন্ধ করিয়া দেয়, তাহা হইলে উপধারা (৪) এর অধীন বাংলাদেশ ব্যাংকের নিকট উক্ত ব্যাংক কর্তৃক জমাকৃত অর্থ উহার সম্পদ বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যাংকের বাংলাদেশস্থ পাওনাদারদের পাওনা উক্ত অর্থের উপর প্রথম দায় হইবে। (৬) কোন ব্যাংক-কোম্পানীর আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিলের সংরক্ষিত মূলধনের মোট মূল্য নির্ধারণের বিষয়ে কোন বিরোধ দেখা দিলে অসম্পর্কেবালবােক্রেসিদ্ধান্ত হবে। - o (৭) বাংলাদেশ ব্যাংক যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, কোন ব্যাংক এই ধারা মোতাবেক সর্বনিম্ন পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল সংরক্ষণ করিতে ব্যর্থ হইয়াছে তাহা হইলে সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানী বিধি দ্বারা নির্ধারিত জরিমানা দিতে বাধ্য থাকিবে। - O so Mব্যাখ্যা- এই ধারায় “বুকি-ভিত্তিক মূলধন” বলিতে সংশ্লিষ্ট ব্যাংকের o & সম্পদের ভারিত (Weighted) বুকির ভিত্তিতে নিরূপিত মোট সম্পদের ১ বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হারে রক্ষিতব্য মূলধনকে - - Q বুঝাইবে।] - § ১৩ক। সম্পদে ঝুঁকিভিত্তিক মূলধন- ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, -o ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৯ ধারা কর্তৃক বিলুপ্ত | ost • “সংরক্ষিত তহবিলের” শব্দগুলি “সংরক্ষিত মূলধনের” শব্দগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “সংরক্ষিত তহবিল” শব্দগুলি “সংরক্ষিত মুলধন” শব্দগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩

(১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। ব্যাখ্যাটি ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।