পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমিশন, দালালী বা বাট্টা ইত্যাদি সম্পর্কে অনাদায়ী মূলধনের উপর দায়যুক্তকরণ অবৈধ সম্পদকে অনির্দিষ্ট “দায়যুক্তকরণ (floating charge) অবৈধ S8bᏛ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ স্থিরিকৃত অর্থ ব্যতীত ব্যাংক হইতে আর্থিক বা অন্য কোন সুযোগ সুবিধা গ্রহণ করিবেন না। (২) যদি ব্যাংক-কোম্পানীর কোন পরিচালক কোন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সহিত জড়িত বা সংশ্লিষ্ট থাকাকালীন সময়ে বা উহাতে অন্ততঃ 。 তাহার অনুন দশ শতাংশ স্বত্ব থাকাকালীন সময়ে উক্ত প্রতিষ্ঠানের সহিত ত্ৰৈ ব্যাংক-কোম্পানীর ব্যাংক ব্যবসা ব্যতীত অন্য কোন ব্যবসা সম্পাদিত হয় তাহা হইলে ব্যাংক-কোম্পানীকে উহার সাধারণ সভায় এই বিষয় সম্পর্কে বর্ণনা সম্বলিত একটি প্রতিবেদন পেশ করিতে হইবে। O ہم }. ১৯। কোম্পানী আইনের ধারা ১৫২ ও ১৫৩] তে ভিন্নরূপ বিধান থাকা সত্বেও, কোন ব্যাংক-কোম্পানী উহার শেয়ার বরাদ্দকরণের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কমিশন, দালালী, বাট্টা বা পারিশ্রমিক হিসাবে বা অন্য কোন প্রকারে প্রদান করিতে পারিবে না। ം് ২০। কোন ব্যাংক কোম্পানী উহার কোন অনাদায়ী মূলধনকে পদায়যুক্ত করবে না এবং এইরূপে দিয়যুক্ত করা হইলে উহা অবৈধ হইবে। ২১। (১) ধারা ༢༦ ག་མི་ ཁི་༣༣ ཡཱ་ཤྲག ། কেন ব্যাংক-কোম্পানীর আমানতকারীদের স্বার্থের পরিপন্থী হইবে না এই মর্মে বাংলাদেশ ব্যাংকের লিখিত প্রত্যয়নপত্র ব্যতীত, কোন ব্যাংক-কোম্পানী উহার কোন কাজ বা শৰে তলত দি দলনে। (২) বাংলাদেশ ব্যাংক হইতে প্রত্যয়নপত্র ব্যতীত উপ-ধারা (১) এ উল্লিখিত কোন দিয়যুক্ত অবৈধ হইবে। -

  • "ধারা ১৫২ ও ১৫৩” শব্দগুলি ও সংখ্যাগুলি “Section 105 এবং Section 105A” শব্দগুলি ও সংখ্যাগুলির

পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১৫ ধারাবলে প্রতিস্থাপিত। * “দায়যুক্তকরণ” শব্দটি “দায়মুক্তকরণ” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। “দায়যুক্ত” শব্দটি “দায়মুক্ত” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং --আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। 8 -“দায়যুক্ত” শব্দটি “দায়মুক্ত” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং S\ আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। cSR * “দায়যুক্তকরণ" শব্দটি “দায়মুক্তকরণ" শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের CŞ ১৩ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “দায়যুক্ত” শব্দটি “দায়মুক্ত” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং

আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত। * "দায়যুক্ত” শব্দটি "দায়মুক্ত” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।