পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ఎ8$ (৩) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এর অধীন প্রত্যয়নপত্র প্রদান করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে, সংক্ষুব্ধ ব্যাংক-কোম্পানী, অস্বীকৃতি জ্ঞাপনের বিষয় উহাকে অবহিত করিবার তারিখ হইতে নববই দিনের মধ্যে, উক্ত অস্বীকৃতি জ্ঞাপনের বিরুদ্ধে সরকারের নিকট আপীল করিতে পারবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন কোন আপীল দায়ের করা হইলে, উহার o উপর সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে, এবং উক্ত উপ-ধারার অধীন আপীল ് দায়ের না করা হইলে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। CN ২২। (১) নূতন ব্যাংক অথবা বিশিষ্ট ব্যাংক ব্যতীত অন্য কোন ব্যাংক- ಶ್ಗ) কোম্পানী ইহার শেয়ারের উপর কোন লভ্যাংশ প্রদান করিবে না, যদি- প্রদানের উপর বাধা O. (ক) উহার প্রাথমিক ব্যয়, সাংগঠনিক ব্যয়, শেয়ার বিক্রি ও o কমিশন, লোকসান এবং অন্যান্য ব্যয়সহ মূলধনে পরিণত হইয়াছে এইরুপ সকল বায় সম্পূর্ণরূপে অবলোপন কর না হইয়াকে অথবা 1(খ) উহা ধারা ১৩ এর বিধান অনুসারে আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিল বজায় রাখিতে ব্যর্থ হয়।] &o - (২) উপ-ধারা (১) বা কোম্পানী আইনে ভিন্নরূপ বিধান থাকা সত্বেও, কোন বাংক কোম্পানী অবলোপন ব্যতিরেকেই ইহার শেয়ারের উপর নিম্নবর্ণিত অবস্থায় লভ্যাংশ প্রদান করিতে পারিবে - co (ক) অনুমোদিত সম্পত্তি-নিদর্শনপত্রে বিনিয়োগকৃত অর্থের মূল্যহ্ৰাস হইলেও যদি তদ্বারা প্রকৃতপক্ষে মূলধনের উপর প্রভাব না পড়ে বা উহাকে অন্য ভেলেন্স কোনাকাঙ্ক (খ) অনুমোদিত সম্পঞ্জিনিদর্শনপত্র ব্যতীত যে কোন শেয়ার, ঋণপত্র বা বন্ডে বিনিয়োগকৃত অর্থের মূল্য হ্রাস হইলেও যদি উহার জন্য ব্যাংককোম্পানীর নিরীক্ষকের সন্তুষ্টি মোতাবেক পর্যাপ্ত সন্‌চিতির ব্যবস্থা গ্রহণ করা হইয়া থাকে। Qo গ) অনাদায়যোগ্য ঋণের ব্যাপারে যদি ব্যাংক-কোম্পানীর নিরীক্ষকের সন্তুষ্টি & মোতাবেক পর্যাপ্ত সন্‌চিতির] ব্যবস্থা গ্রহণ করা হয়। § 스 - So, O দফা (খ) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১৬ ধারাবলে CŞ প্রতিস্থাপিত।

  • “পর্যাপ্ত সন্চিতির” শব্দগুলি “যথাযথ” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের

১৩ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত। “পর্যাপ্ত সন্চিতির” শব্দগুলি “যথাযথ" শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত। xළු