পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ মাসের প্রথম সোমবারের পরে নয় এমন যে কোন দিনে, স্থাপন করিবে এবং উহার পরবর্তী ব্যালেন্সশীট ও হিসাব একইভাবে স্থাপিত না হওয়া পর্যন্ত উহা অব্যাহতভাবে স্থাপিত রাখিবে; (খ) উক্তরূপ প্রদর্শন ছাড়াও এইরূপ কোম্পানী ইহার ব্যবসা সংক্রান্ত ব্যালেন্সশীট ও লাভ ক্ষতির হিসাব পূর্ণভাবে নিরীক্ষিত হওয়ার পর è উহাদের অনুলিপি পাওয়া মাত্র একই পদ্ধতিতে স্থাপন ও প্রদর্শন করবে ২৫ এবং পরবর্তী অনুরূপ ব্যালেন্সশীট ও হিসাব স্থাপিত না হওয়া পর্যন্ত o অব্যাহতভাবে স্থাপিত রাখিবে। CŞ হিসাব সংক্রান্ত ৪৩। এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে যে হিসাব-বর্ষ ਸਗੋਂ বিধানাবলীর উহার ব্যাপারে এই আইনের কোন কিছুই কোন ব্যাংক-কোম্পানীর হিসাব প্রস্তুত ও নিরীক্ষা এবং হিসাব বা নিরীক্ষা প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, ইহা প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান আইন অনুসারে উক্ত হিসাব প্রস্তুত ও নিরীক্ষা করা হইবে এবং হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন দাখিল করা হইবে। পরিদর্শন বাংলাদেশ ব্যাংক যে কোন সময়ে উহার এক বা একাধিক কর্মকর্তার দ্বারা কোন ব্যাংক-কোম্পানী ও উহার খাতাপত্র এবং হিসাব পরিদর্শন করিতে পারিবে এবং সরকার কর্তৃক নির্দেশিত হইলে অনুরূপ পরিদর্শন করাইবে এবং এইরূপ পরিদর্শন সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপিউক্ত বাকে কোম্পানীকে সরবরাহকরবে। (২) আগত বাৰু না কেন আল জল নি বাল থে এবং উপ-ধার (১) এর বিধান ক্ষুন্ন না করিয়া, বাংলাদেশ ব্যাংক যে কোন সময় ইহার এক বা একাধিক কর্মকর্তা দ্বারা কোন ব্যাংক-কোম্পানীর খাতাপত্র ও হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করাইতে পরিবে এবং যদি উক্ত ব্যাংককোম্পানী অনুরোধ করে, বা এইরূপ পরীক্ষার ভিত্তিতে উহার বিরুদ্ধে কোন ত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব বিবেচনাধীন থাকে, তাহা হইলে বাংলাদেশ ব্যকি উক্ত o পরীক্ষার ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপি উক্ত ব্যাংকQ কোম্পানীকে সরবরাহ করিবে। o o (৩) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকার্য বা উপ-ধারা (২) এর অধীন o পরীক্ষাকার্য পরিচালনাকারী ব্যক্তির চাহিদা মোতাবেক ও তৎকর্তৃক নির্ধারিত -so সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানীর খাতাপত্র, হিসাব বা অন্যান্য দলিল দাখিল করা এবং উক্ত ব্যাংক-কোম্পানী সম্পর্কে কোন বিবৃতি বা তথ্য প্রদান করা উক্ত ব্যাংক-কোম্পানীর পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী বা বহিরাগত নিরীক্ষকের দায়িত্ব হইবে।