পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ՏԵԳ (২) ট্রাইব্যুনালের চেয়ারম্যান হইবেন এমন একজন ব্যক্তি যিনি সুপ্রীম কোর্টের বিচারপতি হিসাবে কর্মরত আছেন বা ছিলেন, এবং উহার অন্য দুইজন সদস্যদের মধ্যে একজন হইবেন এমন ব্যক্তি যিনি সরকারের বিবেচনায় ব্যাংক ও অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন এবং অন্যজন হইবেন Chartered Accountants Order, 1973 (P.O. No. No. 2 of 1973) CŞ GT অর্থে aeChartered Accountant” “Folsoi Kyoto osco Gio অর্থে একজন চাটার্ড একাউন্টেন্ট। (৩) যদি কোন কারণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা অন্য কোন সদস্যের পদ শূন্য হয়, তাহা হইলে সরকার, উপ-ধারা (২) এর বিধান অনুসারে অন্য একজন ব্যক্তিকে নিয়োগ করিয়া উক্ত শূন্য পদ পূরণ করিতে পরিবে; এবং উক্ত পদ শূন্য হওয়ার সময় ট্রাইব্যুনালে নিম্পন্নাধীন কোন কার্যধারা যে পর্যায়ে ছিল সেই পর্যায় হইতে উক্ত কার্যধারা পূনর্গঠিত ট্রাইব্যুনালের সম্মুখে অব্যাহত থাকিবে। ve o (৪) এই খণ্ডের অধীন প্রদেয় ক্ষতিপূরণ নির্ণয় করিবার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল উহাকে কোন বিষয়ে সহায়তা করার জন্য উক্ত বিষয়ে বিশেষ-জ্ঞান বা অভিজ্ঞতাসম্পন্ন একবা এককি বাজিক মনােনীত করতে পারে। ৬২। (১) ট্রাইব্যুনালের নিকট নিম্পন্নাধীন কার্যধারায় নিম্নবর্ণিত বিষয়সমূহে উহা সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারবে যে সকল ক্ষমতা GFF CT3:fit WTMTT5 Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর অধীনে উক্ত বিষয়সমূহে প্রয়ােগ করতে পারে, যথা : - O (ক) আদালতে উপস্থিত হইবার জন্য কোন ব্যক্তির উপর সমন জারী এবং তাহাকে আদালতে উপস্থিত হইতে বাধ্য করা এবং শপথ গ্রহণ করাইয়া তাহাকেজিজ্ঞাসাবা বা (খ) দলিল দাখিল, দলিল উদ্‌ঘাটন ও উদঘাটিত দলিল সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশদণ্ড മ്പ്പ (*) এফিডেভিক্টর মাধ্যমে সাক্ষ্যগ্রহণ o (ঘ) সাক্ষর জবানবন্দী গ্রহণ এবং দলিলাদি পরীক্ষার জন্য কোন ব্যক্তিকে Q ক্ষমতা প্রদান । (૨) উপ-ধারা (১) এবং আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই ༄།ཝ་ཧྲལ་ཀ་༩བར། ཨེ་ཝཾ་ཕཱ་ག་ (ক) সরকার বা বাংলাদেশ ব্যাংক গোপনীয় বলিয়া দাবী করে এইরূপ কোন হিসাব বহি বা দলিল দাখিল করার জন্য, বা (খ) উক্ত কোন বহি বা দলিলকে ট্রাইব্যুনালের নিম্পন্নাধীন কার্যধারায় উহার নথিপত্রের অংশে পরিণত করার জন্য, বা NON് &o ് § ট্রাইব্যুনালের দেওয়ানী আদালতের ক্ষমতা