পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০ ১৯৯০ সনের ৯ নং আইন [২০ জানুয়ারি, ১৯৯০] - ● ് বাংলাদেশ কমপিউটার কাউন্সিল স্থাপনকল্পে প্রণীত আইন। aš ~ যেহেতু বাংলাদেশ কমপিউটার কাউন্সিল নামে একটি কাউন্সিল স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; ് সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- <po ര് শিরোনামা ও প্রবর্তন ১। (১) এই আইন বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে। o (২) এই আইন ১৯৮৯ ཨཤ་ཀ ༤༢༩༥ ཥ་ཀ་ལཱ་ཨཱི་ཨཱཿལ། ཕཨ་ཡང་། ལྷ་སྐྱོང་"ལྟ་ বলিয়া গণ্য হইবে। &o sest) সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, (ক) "কাউন্সিল” অর্থ আইনের অধীনস্থপিত কাউন্সিল (খ) “কার্যনিৰ্বাহী পরিচালক” অর্থ ধারা ৭ এর অধীন কাৰ্যনিৰ্বাহী পরিষদের চেয়ারম্যানঃo (গ) “তথ্য প্রযুক্তি” বলিতে কমপিউটারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ এবং ইলেক্টনক যোগাযোগের মাধ্যমে তথ্য স্থানান্তরকরণকে বুঝাইবে; Q (ঘ) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; O (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি। Q ལྟ་བུ་དག་ཐད་ང་ ཚཱུའི་ ৩। (১) এই আইন বলবৎ হইবার পর যত শীঘ্র সম্ভব, এই আইনের বিধান N অনুযায়ী বাংলাদেশ কমপিউটার কাউন্সিল নামে একটি কাউন্সিল স্থাপিত হইবে। © (২) কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী o ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি ് রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার পক্ষে ইহা মামলা দায়ের

  • এই আইনের সর্বত্র “কার্যনির্বাহী পরিচালক” শব্দগুলি “কার্যনির্বাহী চেয়ারম্যান” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ

কমপিউটার কাউন্সিল (সংশোধন) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৫৫ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।