পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (খ) অনুরূপ মূল্যায়নে পাওনাদারের পাওনা উক্ত নিদর্শন-পত্রের মূল্যের সমান বা কম হইলে, পাওনা টাকা পরিশোধ করিয়া: তবে শর্ত থাকে যে, সরকারী অবসায়ক যদি পাওনাদারকর্তৃক মূল্যায়নে সন্তুষ্ট না হন, তাহা হইলে তিনি মূল্যায়ন করার জন্য হাইকোর্ট বিভাগের নিকট আবেদন করিতে পারিবেন। (৬) উপ-ধারা (১), (২), (৩), (৪) ও (৫) এর বিধান মোতাবেক পাওনা পরিশোধের জন্য কোন দাবীদার, পাওনাদার বা আমানতকারীকে যদি পাওয়া না যায় বা তাঁহাকে যদি তৎক্ষণাৎ খুঁজিয়া পাওয়া না যায়, তাহা হইলে সরকারী অবসায়ক, উক্ত পাওনা পরিশোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করিবেন। (a) এই ধারার উদেশ্য পুরুকল্পে নিম্নবর্ণিত পাওনাসমূহকে ভিন্ন ভিন্ন শ্রেণীর পাওনা হিসাবে গণ্য করা হইবে, যথা :- o (ক) কোম্পানী আইনের ধারা ৩২৫] এর অধীন অগ্রাধিকার ভিত্তিক দাবীদারদের পাওনা; &o (খ) উপ-ধারা (২)(ক) এর অধীন శ్రాశా সঞ্চয়ী হিসাবে পাওনা; (গ) উপ-ধারা (২)(খ) এর অধীন অন্যান্য আমানতকারীগণের পাওনা: (ঘ) সাধারণ পাওনাদারদেৱ পাওনা; (ঙ) উপ-ধারা (২)(ক) ও (খ)-তে উল্লিখিত আমানতকারীগণের পাওনা পরিশেঞ্চে পর তাহাদিগকে প্রদেয় অতিরিক্ত পাওনা। ~ (b) উপ-ধারা (৭) এর উল্লিখিত প্রত্যেক শ্রেণীর পাওনাদারগণকে তাহাদের নিজেদের মধ্যে সমতার ভিত্তিতে মূল্যায়ন করা হইবে এবং যদি পাওনা পরিশোধের জন্য প্রাপ্ত সম্পদ পর্যাপ্ত হয়, তাহা হইলে তাঁহাদের পূর্ণ পাওনা প্রদান করা হইবে, এবং উক্ত সম্পদ অপর্যাপ্ত হইলে সমান অনুপাতে তাহাদের পাওনা হ্রাস করা হইবে। স্বেচ্ছায় অবসায়নে ട്ട് ৭৫। কোম্পানী আইনের ধারা ২৮৬] তে ভিন্নতর কোন কিছু থাকা বাধা-নিষেধ S সত্ত্বেও, কোন ব্যাংক-কোম্পানী উহার পাওনাদারদের ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করিতে সমর্থ, এই মর্মে বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে প্রত্যয়ন না করিলে ধারা ৩১ এর অধীন লাইসেন্সপ্রাপ্ত কোন ব্যাংক-কোম্পানীর স্বেচ্ছা অবসায়ন করা যাইবে না; এবং স্বেচ্ছা অবসায়নের কার্যধারার কোন পর্যায়ে যদি ব্যাংককোম্পানী উহার কোন দেনা পরিশোধে ব্যর্থ হয়, তাহা হইলে হাইকোর্ট বিভাগ

  • “ধারা ৩২৫” শব্দ ও সংখ্যাটি “Section 230” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন,

২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৩৬ ধারাবলে প্রতিস্থাপিত।

  • "ধারা ২৮৬” শব্দ ও সংখ্যাটি "Section 203” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন,

২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৩৭ ধারাবলে প্রতিস্থাপিত। - NONo