পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ৩২১ ১১৪। কোন ব্যাংক-কোম্পানী প্রাইভেট কোম্পানী হইলে, উহাকে প্রাইভেট ব্যাংককোম্পানী আইনের ধারা ১৭, ৮৩, ৯১, ১০৭, ১৩১, ১৩৩ এবং ২১২] এর 徽 অধীন কোন প্রত্যক্ষ বা পরোক্ষ অব্যাহতি প্রদান করা যাইবে না। ১১৫। কোন ব্যাংক-কোম্পানী বা বাংলাদেশ ব্যাংক বা সরকার কর্তৃক, চেক দ্বারা প্রত্যাহার NONবাংলাদেশ ব্যাংকের সুপারিশক্রমে, এতদুদ্দেশ্যে বিজ্ঞাপিত কোন ব্যাংক ¦ ് প্রতিষ্ঠান, ফার্ম বা অন্য কোন ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তি চেক দ্বারা নিবন্ধ o প্রত্যাহারযোগ্য কোন আমানত গ্রহণ করিতে পারিবেন না : & তবে শর্ত থাকে যে, এই ধারার কোন কিছুই সরকার কর্তৃক পরিচালিত ് কোন সঞ্চয় ব্যাংক স্বীমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। <foo N a o ১১৬। কোম্পানী আইনের ধারা ১১ এ যাহা কিছুই থাকুক না কেন, ব্যাংক কোম্পানীর নাম বাংলাদেশ ব্যাংকের কোন আপত্তি নাই এই মর্মে প্রত্যয়নপত্র ব্যতীত সরকার পরিবর্তন কেনবাক কোম্পানীর নাম পরিবর্জন জনা উহার অনুমােদন দিবে। ১১৭। কোম্পানী আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক-কোম্পানীর । কোন আপত্তি নাই এই মর্মে প্রত্যয়নপত্র ব্যতীত কোন ব্যাংক-কোম্পানীর সংঘ গণেশক পরিবর্তন ཨལ་ཐཁaའི་ཨྰ་ཙ༩་༧ ཨངྒ་ཨཥལ་ཁ་མ་ཐལ་འག”ཨ་བྷམ་ཤ་ཀ་གས་སྐྱེས་ > ১১৮। এই আইনের ধারা ১১, ১৫, ২৩, ৪৫,৪৯, ৭৫ এবং ৭৭ এর কতিপুয় ক্ষতিপূরণের বিধান কার্যকর হওয়ার বা এই আইনের অধীনে প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ দি কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক পালিত হওয়ার কারণে কোন ব্যক্তির কোন চুক্তি বা অন্য কোন ভিত্তিতে উদ্ভূত অধিকার ক্ষতিগ্রস্ত হইলে তজ্জন্য তিনি আল্লা আনলেন। No. ১১৯। ব্যাংক-কোম্পানীসমূহ পরস্পরের মধ্যে গোপনীয়তার ভিত্তিতে, প্রত্যক্ষ তথ্য বিনিময় বা পরোক্ষভাবে তাহাদের স্ব স্ব গ্রাহক সম্পর্কে তথ্য বিনিময় করিতে পরিবে। - M১২০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ব্যাংক সরকারী বিধি প্রণয়নের ক্ষমতা গেজেট প্রজনোৱাৰি প্রণয়ন করিতে পারিবে: তবে শর্ত বাকে যে, মূল বাকে এক শিষ্ট বাকের কর্মকর্তা ও ব্যতীত প্রণয়ন করা যাইবে না। \o - o e$ * “ধারা ১৭, ৮৩, ৯১, ১০৭, ১৩১, ১৩৩ এবং ২১২” শব্দগুলি, সংখ্যাগুলি এবং কমাগুলি “Sections 17, 77, 83B, 86H, 91B, 91D এবং 144(5)" শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলির এবং বন্ধনীগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৪৭ ধারাবলে প্রতিস্থাপিত। * “ধারা ১১” শব্দ ও সংখ্যাটি “Section 11" শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত। * ধারা ১২০ ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৪৯ ধারাবলে প্রতিস্থাপিত।