পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vo)8 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (ঘ) পারমিট ব্যতিরেকে ধারা ১০ (২) এ উল্লিখিত কিছু করেন, তাহা হইলে তিনি অনুর্ধর্ব ২ বৎসর কারাদণ্ডে বা ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। লাইসেন্স ইত্যাদির ২৩। (১) কোন ব্যক্তি এই আইনের অধীন প্রদত্তশর্ত ভঙ্গ করার দণ্ড (ক) কোন লাইসেন্সের শর্ত ভংগ করিলে তিনি অনুর্ধর্ব ৫ বৎসরের কারাদণ্ডে বা ് অনুর্ধর্ব ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন; o (খ) পারমিট বা পাসের কোন শর্ত ভংগ করিলে, তিনি অনুর্ধ্ব ২ বৎসরের কারাদণ্ডে বা ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দী ইন্দ্রে। (২) ধারা ১৩ এর অধীন মহা-পরিচালক কর্তৃক নির্ধারিত বিধি-নিষেধ লঙ্ঘন করিয়া ব্যবস্থাপত্র প্রদান করিলে তিনি অনধিক ১ বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। o o বেআইনী বা ২৪। যদি এই আইনের অধীন তল্লাশী, আটক বা গ্রেফতার করিবার ಧ್ಧಿ శా ক্ষমতাসম্পন্ন কোন কর্মকর্তা- o (ক) সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে এই আইনের অধীন তল্লাশীর নামে কেন স্থা প্রবেশ করেন ও জ্ঞানী চালন

  • * (খ) অযথা বা হয়রানিমূলকভাবে এই আইনের অধীন বাজেয়াপ্তযোগ্য কোন বন্ধ জ্ঞা করিনামেকেনবারিকেন সম্পদ আটক করেন

o (*) অযথা বা ইয়রনিমূলকভাবে কোন ব্যক্তিকে তল্লাশী করেন বা গ্রেফতার করেন, তাহা হইলে তিনি অনুর্ধর্ব এক বৎসর কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। o, অপরাধ সংঘটনে ২৫ কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে কাহাকেও খরোচনা ইত্যাদির দর্শ প্ররোচনা দিলে বা সাহায্য করিলে বা কাহারও সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইলে অথবা এতদুদ্দেশ্যে কোন উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করিলে, অপরাধ সংঘটিত 3হউক বা না হউক, তিনি অনুন ৩ বৎসর এবং অনুর্ধ্ব ১৫ বৎসর কারাদণ্ডে So দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। শাস্তির ব্যবস্থা করা হয় ২৬। কোন ব্যক্তি যদি এই আইন বা বিধির এমন কোন বিধান লঙ্ঘন o উক্ত অপরাধের জন্য অনুর্ধ্ব ১ বৎসর কারাদণ্ডে বা অনুর্ধ্ব ৫ হাজার টাকা - অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। e$

  • “অথবা এতদুদ্দেশ্যে কোন উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করিলে” শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০

(২০০০ সনের ৩৯ নং আইন) এর ১৪ ধারাবলে সন্নিবেশিত।