পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిLo অর্থ আইন, ১৯৯১ (৩) যেক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ২০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৪০%। কিন্তু ৩০% এর অধিক না হয়, (৪) যেক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ৩০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৫০%। NONকিন্তু ৪০% এর অধিক না হয়, ് (৫) যেক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের శ్వా বিক্রয়ের ৪০% এর অধিক হয়, আরোপণযোগ্য আয়করের ৬০%: Q o তবে শর্ত থাকে যে, স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্য-সামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে তাহাও এই দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” এবং “রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞাভুক্ত হইবে : റS o আরও শর্ত থাকে যে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাঁচামাল এবং অন্যান্য উপকরণাদি যদি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের ভিত্তিতে রপ্তানীমুখী শিল্পসমূহে সরবরাহ করা হয়, তবে তাহাও এই দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” এবং রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞভূক্ত হইবে।

(খ) নিম্নলিখিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত বিধান প্রযোজ্য হইবে না, যথা: ○ (১) চা ও ぷ (S) কাঁচা পাট; \, (৩) পাটজাত দ্রব্যাদি so S (৪) কাঁচা চর্মাদি এবং ওয়েট-ব্ল চামড়া; (৫) জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকায় অন্তর্ভুক্ত করিতে পারে এইরূপ অন্যান্য দ্রব্যাদি। (গ) রপ্তানী বিক্রয় হইতে উদ্ভূত মুনাফা নিরূপণ ও উহার উপর আরোপণযোগ্য কর নির্ধারণ এবং এই উপ-ধারার বিধানসমূহ কার্যকরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করিতে পারিবে । (৫) ১৯৯১ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরে কোন করদাতার, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত, মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ বাস বা লঞ্চের মুনাফার উপর আরোপণযোগ্য আয়করের শতকরা ৫০ ভাগ রেয়াতী হারে কর ধার্য করা হইবে।