পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ミ অর্থ আইন, ১৯৯১

  • Utof S l- & WCDECT *REs a publicly traded company” এইরূপ পাবলিক লিমিটেড কোম্পানী যাহা নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করে -

(১) ইহাকে একটি শিল্প কোম্পানী হইতে হইবে: (২) ইহার পরিশোধিত মূলধন অনুন ২০,০০,০০০ টাকা হইতে হইবে; (৩) আয় বৎসরের সমাপ্তিতে পরিশোধিত মূলধনের অন্ততঃ ৫০% উদ্যোক্তা এবং পরিচালকমণ্ডলীর সদস্য ব্যতীত অন্যান্যদের মালিকানায় থাকিতে হইবে: so (৪) উদ্যোক্তা এবং পরিচালকমণ্ডলীর সদস্যগণ সদস্যগণ বেনামীতে কোন ক্রয় করিতে পারিবেন না; ്യ് . -- (৫) যে আয় বৎসরের আয়কর নির্ধারণ করা হইবে সেই বৎসরের সমাপ্তির পূর্বে কোম্পানীটির শেয়ার ষ্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হইতে হইবে।

  • Ut* Jtl- dè WEEfTC£T æLess Developed Areas" q>R æLeast Developed Areas” fĪTE, È TITE স্থানসমূহ বুঝাইবে RIRI SRO 411L/85, তারিখ, ২২শে সেপ্টেম্বর, ১৯৮৫ এবং এস, আর, ও নং ৩৪২-আইন/৯০, তারিখ ৩০শে সেপ্টেম্বর, ১৯৯০ এ নির্দিষ্ট করা হইয়াছে।

-് 'O' & হার (৩) কোম্পানী নহে, বাংলাদেশে অধিবাসী, এইরূপ কোন উক্ত আয়ের ৩০ ব্যক্তি শ্রেণীভুক্ত কুর দাতার ক্ষেত্রে, শতাংশ। o o so হার। (১) মোট আয়ের প্রথম ৪০,০০০ টাকার উপর .. শূন্য s (২) মোট আয়ের পরবর্তী ৪০,০০০ টাকার উপর .. Σο% o (৩) মোট আয়ের পরবর্তী ৭৪,০০০ টাকার উপর .. ১৫% o (৪) মোট আয়ের পরবর্তী ৭৪,০০০ টাকার উপর .. ২০% Q - (৫) মোট আয়ের অবশিষ্ট অংকের টাকার উপর .. ২৫%: o لاميم لاميم لاميم o শর্ত থাকে যে, কোন রেজিষ্টার্ড ফার্মের আয়, মুনাফা ও লাভ (income, o profit and gains) যদি পেশাভিত্তিক হয় এবং উক্ত ফার্মের আয়, মুনাফা ও লাভ -so সম্পূর্ণরূপে অথবা প্রধানতঃ অংশীদারদের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয় এবং ঐ সকল অংশীদারগণ আপাততঃ বলবৎ কোন আইন অথবা তাহারা যে পেশাজীবী সমিতি বা সংস্থার সদস্য তাহার রেওয়াজ, বিধি অথবা প্রবিধানের কারণে সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোন সংবিধিবদ্ধ সংস্থারূপে Companies Act, 1913 (VII of 1913) এর অধীন কোম্পানী হিসাবে নিবন্ধিত হইতে না পারে,