পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ,ট্রাষ্ট আইন, ১৯৯০ বোর্ডের সভা ৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ডের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহুত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। NON o (৩) বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান এবং তাঁহার ২৫ অনুপস্থিতিতে উহার ভাইস-চেয়ারম্যান এবং তাঁহাদের উভয়ের অনুপস্থিতিতে০সভয় উপস্থিতসদস্যগণ কর্তৃক তাদের মধ্য হইতে মনােনীত কেনস্যুত (৪) বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অনূ্যন এক-তৃতীয়াংশ বা উহার নিকটবর্তী সংখ্যক সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে, তবে মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৫) প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাসজঙ্গিক লিদিবাকিঙ্গে দলমত থলি। J (b) শুধুমাত্র সদস্য পদে শূন্যতা বা বাের্ড গঠনে ত্রুটি থাকার কারণে বাের্ডের কোন কার্য বা কার্যার বৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। so ট্রাষ্টের তহবিল ৯। (১) ট্রাষ্টের একটি তহবিল থাকিবে এবং এই তহবিল হইতে ট্রষ্ট উহার o (২) এই আইনের অধীন ট্রাষ্ট গঠিত হওয়ার পর, যতশীঘ্র সম্ভব, সরকার ট্রাষ্টের কল্যাণার্থ কোন তফসিলি ব্যাংকে এককালীন এক কোটি টাকা জমা রাখিবে এবং উক্ত জমাকৃত অর্থ হইতে প্রাপ্য সুদ বা মুনাফা ট্রাষ্টের তহবিলে সরকারের অনুদান হিসাবে জমা হইবে। o ള് (৩) ট্রাষ্টের তহবিলেo (ক) উপ-ধারা (২) এর অধীন প্রাপ্ত সুদ বা মুনাফা; Q (খ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান - § (গ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ কর্তৃক প্রদত্ত চাদা; Q 米 米 米 o རེ[4 4 48] CŞ

  • “বা উহার নিকটবতী সংখ্যক” শব্দগুলি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন,

২০০২ (২০০২ সনের ২৬ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত।

  • দফা (ঘ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৬ নং

আইন) এর ৬ ধারাবলে বিলুপ্ত।