পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানকর আইন, ১৯৯০ ৯৫ ১৮। এই আইনের অধীন কর নির্ধারণ বাতিল বা পরিবর্তনের জন্য কোন মামলা দায়েরে বিধিআদালতে মামলা দায়ের করা যাইবে না, অথবা এই আইনের অধীন সরল লিং বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। ১৯। সশরীরে হাজির হওয়ার জন্য তলবপ্রাপ্ত না হইলে এই আইনের অধীন অনুমোদিত ༠༣། কোন কার্যধারা বা তদন্ত উপলক্ষে কোন উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত མཕ་ཨ་མའི་གྲྭ་ কোন আপীল বা রিভিশন শুনানীর ক্ষমতাপ্রাপ্ত কোন কর্তৃপক্ষের সমক্ষে হাজির o হইবার জন্য তলবপ্রাপ্ত কোন ব্যক্তি তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে Ro লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির মাধ্যমে হাজির হইতে পারিবেন। & ২০। এই আইনের বিধানসমূহ- `ಿ: (ক) কোন আইন দ্বারা বা উহার অধীন স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক কৃত দান; o (*) &RRE: osso SIXTH SCHEDULE & Part A] এর Paragraph 1 এবং 2 এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান so -এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। co () ২১। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়নের ক্ষমতা বিধি প্রণয়ন করতে পারবে। ২১ -২ তফসিল ধের ৩দ্রষ্টব্য) O দানকরের হার o - হার। (১) দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের পাঁচ লক্ষ টাকার ৫% (২) প্যারা (১) এ উল্লিখিত অতিরিক্ত মূল্যের পরবর্তী অতিরিক্ত দশ লক্ষ ১০% ১ টাকার উপর (৩) প্যারা (২) এ উল্লিখিত অতিরিক্ত মূল্যের পরবর্তী বিশ লক্ষ টাকার ১৫% -് (৪) প্যারা (৩) এ উল্লিখিত অতিরিক্ত মূল্যের অবশিষ্টাংশের উপর ২০%

  • “Part A” শব্দ ও বর্ণটি “Part B” শব্দ ও বর্ণটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২১ নং আইন) এর

১০ ধারাবলে প্রতিস্থাপিত।