পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృvరి( রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ১৯৯১ সনের ২৭ নং আইন [১৮ আগস্ট, ১৯৯১] রাষ্ট্রপতির পদে নির্বাচন পরিচালনার বিধানকল্পে প্রণীত আইন। èst o যেহেতু রাষ্ট্রপতির পদে নির্বাচন পরিচালনা এবং তৎসংক্রান্ত বিষয়াবলী § সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; Q সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- .ും് ১। (১) এই আইন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ নামে অভিহিত সংক্ষিপ্ত শিরোনামা ও হইবে। প্রবর্তন s (২) ইহা সংবিধান (দ্বাদশ সংশোধন) আইন, ১৯৯১ কার্যকর হইবার সঙ্গে সঙ্গেই বলবৎ হইবে। së ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই 5T সংজ্ঞা (ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন; Q o (খ) “নির্বাচন কমিশনার” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন প্রধান o (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “ভোটার তালিকা” অর্থ সংসদ-সদস্যদের নাম ও আসন-ক্রম (বিভক্তি) সম্বলিত তালিকা: (ঙ) "সংসদ" ཨ་མ་ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদo (গ সসদস্য অর্থ সংসদের কোন সদস্য। ৩। (১) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির যে কোন নির্বাচন অনুষ্ঠান নির্বাচন অনুষ্ঠান ও লিনা করিবেন এবং অনুরূপ নির্বাচনে নির্বাচনী কর্তা হইবেন। পরিচালনা ২ (২) নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত ভেটার তালিকা প্রস্তুত ও e$ প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্রকাশ করিবেন। (৩) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত সংসদ সদস্যদের বৈঠকে সভাপতিত্ব করিবেন এবং কমিশন কর্তৃক নিযুক্ত কর্মচারীদের সহায়তায় ভোট গ্রহণ পরিচালনা করিবেন।