পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 O বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, Sసిని) ১৯৯১ সনের ২৯ নং আইন 。 [১০ নভেম্বর, ১৯৯৯১] & বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্থাপনকল্পে প্রণীত আইন। പര് যেহেতু বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নামে একটি প্রতিষ্ঠান স্থাপন সমীচীন ও প্রয়োজনীয়; & s সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- & - སི་ཧྥུ། ་་ সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে। -ত সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, o (ক) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (খ) “প্রতিষ্ঠান” অর্থ এই আইনের অধীন স্থাপিত বাংলাদেশ মহাকাশ ঞ্জে দূর অনুধাবন প্রতিষ্ঠান; (*) ধরন অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; ("ఈ অর্থ প্রতিষ্ঠানের পরিচালনার বোর্ড; o “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; ... O (চ) “দূর অনুধাবন” বলিতে বিমান, মহাকাশ হইতে সেন্সরের মাধ্যমে ട്ട് পৃথিবীর সম্পদ পরীক্ষা ও বিশ্লেষণ বুঝাইবে; S (ছ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য। বাংলাদেশ মহাকাশ ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার, সরকারী ನ್ಹಿ। ु" छाडे खेल्लीश्रन छात्रा, अिर्इ आंझनत्र उन्को পূরণকল্পে বাংলাদেশ মহাকাশ o স্থাপন গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করিবে। SR (২) প্রতিষ্ঠান একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী CŞ ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে ।