পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ88 বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ১৩। (১) প্রতিষ্ঠানের একজন সচিব ও একজন অর্থনৈতিক উপদেষ্টা কর্মচারী থাকিবে । (২) সচিব ও অর্থনৈতিক উপদেষ্ট সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। NQ(৩) সচিব ও অর্থনৈতিক উপদেষ্ট বাের্ড প্রদত্ত এবং প্রবিধান বাবা ? নির্ধারিত ক্ষমতা ও দায়িত্ব পালন করিবেন। &o (৪) প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। ·o প্রতিবেদন ১৪। (১) প্রতি বৎসর ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে প্রতিষ্ঠান তৎকর্তৃক পুড়ি কুকু "আদি সলিত এক জিদ সরকারের নিকট পেশ করিবে । o (২) সরকার, প্রয়োজনমত, প্রতিষ্ঠানের নিকট হইতে যে কোন সময় প্রতিষ্ঠানের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পরিবে এবং প্রতিষ্ঠান উহা সরকারের নিকট সরবরাহ করতে বাধ্য থাকবে। ON সরল বিশ্বাসে কৃত ১৫। এই আইন, কোন বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য বোর্ড, উহার চেয়ারম্যান বা অন্য কোন সদস্য বা প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মালা জ্ঞানে আলতালখনক লৈল। ক্ষমতা অর্পণ ২১৬ বাের্ড উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে প্রতিষ্ঠানের লিবান কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। জনসেবক sè ১৭। চেয়ারম্যান বা বোর্ডের অন্যান্য সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা ও N offizio Penal Code (Act XLV of 1860) “El section 21 to © public servant (জনসেবক) কথাটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সে অর্থে *> public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন। বিধি প্রণয়নের ক্ষমতা ১৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন sò দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন। CŞ প্রবিধান প্রণয়ন ক্ষমতা ১৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসামঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।