পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১ Ꮌ8☾ So I (S) Science and Technology Division of SSC's FICŞ, বাতিলকরণ ও হেফাজত Söbro Wolfo Order No. Ref: STD(S-1/21-31/80), ঃপর উক্ত Order বলিয়া উল্লিখিত, এতদ্বারা বাতিল করা হইল। (২) উক্তরূপ বাতিল করার সংগে সংগে- è ×o (ক) উক্ত Order দ্বারা প্রতিষ্ঠিত Space Research and Remote ് Sensing Organization, STEgoist fi:s sistegi zifRIT GÊistē, co বিলুপ্ত হইবে: ് (খ) বিলুপ্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি o এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ് এবং অন্য সকল দাবী ও অধিকার প্রতিষ্ঠানে হস্তান্তরিত হইবে এবং - প্রতিষ্ঠান উহার অধিকারী হইবে; o (*) বিলুপ্ত সংস্থ কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত যে সকল মামলামোকদ্দমা উক্তরূপ বাতিলের সময় চালু ছিল সেই সকল মামলা বলিয়া গণ্য হইবে: ്ര (ঘ) কোন চুক্তি, দলিল বা চাকুরীর শর্তে যাহাঁই থাকুক না কেন, বিলুপ্ত সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠানে বদলী হইবেন এবং তাহারা উহার কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ বদলির পূর্বে যে শর্তে তাহার চাকুরীতে নিয়ােজিত ছিলেন, সরকারের পূর্বানুমোদনক্রমে প্রতিষ্ঠান কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত থাকিবেন।