পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আইন, よ。ああ》 >あ (ঘ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সেই পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে এই আইনের ধারা ৫ (৩) এ বর্ণিত খুচরা মূল্য উক্ত পণ্যের মূল্য বলিয়া বিবেচিত হইবে।] (৩) মূল্য সংযোজন কর যে সময় ও পদ্ধতিতে প্রদান করা হয় সেই একই o সময় ও পদ্ধতিতে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে। ് - ৮। (১) করযোগ্য পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী বা সক ১ করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি, যাহার ধারা ১৫ এর অধীন নিবন্ধিত ് হওয়ার বাধ্যবাধকতা নাই তিনি তাহার বার্ষিক টার্ণওভারের শচার শতাংশ হারে Coo টার্ণওভার কর প্রদান করিবেন। N (২) সর্বোচ্চ কি পরিমাণ টার্ণওভারের উপর টার্ণওভার কর প্রদেয় হইবে তাহা নির্ধারণ, টাৰ্ণওভার করদাতাগণের তালিকাভুক্তি, প্রদেয় টার্ণওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, নিরূপণের বিরুদ্ধে আপীল, অপরাধ ও দণ্ডসমূহ, পণ্য আটক, ন্যায়-নির্ণয়ন, বাজেয়াপ্তি ও জরিমানা আরোপ এবং তৎসমূহ সম্পর্কিত আপীল, সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ক্ষমতা, হিসাবরক্ষণ, কম পরিশোধিত বা বকেয়া কর আদায়, ভুলবশতঃ বা অধিক পরিশোধিত কর প্রত্যপণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। so (৩) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা এবংযথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, উক্ত আদেশে উল্লিখিত সীমা ও শর্তসাপেক্ষে, যে কোন পণ্য বা সেবাকে টার্ণওভার কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।] So o

  • (৪) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা করিয়া এবং যথোপযুক্ত

পণ্যশ্রেণী বা সেবা প্রদানকারীকে বার্ষিক টার্ণওভারের পরিমাণ নির্বিশেষে ধারা ১৫ এর আওতায় নিবন্ধিত হওয়া সহ মূল্য সংযোজন কর প্রদানের আদেশ প্রদান করিতে পারিবে।]ণ འ། ༽ ৮ক। টার্ণওভার কর নির্ধারণ কমিশন- অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৭ ধারাবলে বিলুপ্ত।] _y “প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী” শব্দগুলি “প্রস্তুতকারক বা উৎপাদক” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ o So -് (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। ૨ “চার শতাংশ" শব্দগুলি “দুই শতাংশ” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (৩) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত। * উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত।