পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ২৬১ ১৪। নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন নয় এমন কর্মকর্তার লিখিত অনুমতি অধস্তন কর্মকর্তার ব্যতিরেকে কোন অধস্তন কর্মকর্তা পদত্যাগ করিতে অথবা কর্তব্য হইতে "" নিজেকে প্রত্যাহার করিতে পারিবেন না। Ꮌ© ! কর্মকর্তার দায়ি - পুলিশ কর্মকর্তার (ক) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাহার নিকট প্রদত্ত আইনানুগ সমন জারী èst পরোয়ানা বা অন্যবিধ আদেশ কার্যকর করা এবং উধর্বতন কর্মকর্তার No নির্দেশ বাস্তবায়ন করার জন্য আইনসম্মতভাবে চেষ্টা করা: o (খ) বিচারার্থ গ্রহণযোগ্য সংঘটিত এবং সংঘটিত হইতে পারে এমন o অপরাধের সূত্র উত্থাপনের জন্য তাহার সর্বশক্তি নিয়োগ ও তৎসম্পর্কিত N o গোপ তথ্য অনুসন্ধান করা, অপরাধীদের বিচার এবং উত্তরুপ অপরাধ ও এবং বিচারার্থ গ্রহণযোগ্য নয় এমন অপরাধ নিরোধের জন্য আইনএবং উর্ধ্বতন কর্মকর্তার আদেশ মোতাবেক প্রাপ্ত তথ্য সরবরাহ এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা; R o (গ) পাবলিক নুইসেন্স সংঘটনের চেষ্ট যথাসাধ্য প্রতিহত করা: - No (ঘ) যাহাদিগকে গ্রেফতার করার জন্য তিনি ক্ষমতাপ্রাপ্ত এবং যাহাদিগকে গ্রেফতার করার যুক্তিসংগত কারণ আছে তাহাদিগকে অযৌক্তিকভাবে বিলম্ব না করিয়া গ্রেফতার করা; S. o (ঙ) কোন কর্মকর্তা কর্তৃক অনুরোধ করা হইলে সেই কর্মকর্তাকে আইনানুগ এবং যুক্তিসংগত সাহায্য ধ্ৰুঞ্জ o (5) আপাততঃ বলবৎ অন্য কোন আইন দ্বারা তাহার উপর প্রদত্ত দায়িত্ব পালন করা। * Q). ১৬। প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব হইবে— জনগণ এবং পুলক দায়িত্ব গ্রেফতারকৃত । (ক) রাস্তাঘাটে,দৈহিক অক্ষম ও নিরাশ্রয় লোকদিগকে, যতদূর সম্ভব, ব্যজিদের প্রতি কর্তব্য সহায়তা দান করা, এবং কোন ব্যক্তি তাহার নিকট বিপজ্জনক, মাতাল বা নিজের নিরাপত্তার প্রতি অমনোযোগী উন্মাদ বিবেচিত হইলে উক্ত Nব্যক্তির দায়িত্ব গ্রহণ করা: § (খ) গ্রেফতারকৃত আহত বা অসুস্থ ব্যক্তির জন্য প্রয়োজনীয় সাহায্য সংগ্রহের ত্বরিৎ ব্যবস্থা করা এবং অনুরূপ ব্যক্তির প্রহরায় নিযুক্ত থাকাকালে No § তাহার অবস্থার প্রতি যত্নবান হওয়া; e$ (গ) গ্রেফতারকৃত বা জিম্ময় রাখা হইয়াছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যথোপযুক্ত আহার্য ও আশ্রয়ের ব্যবস্থা করা; (ঘ) তল্লাশী চালাইবার সময়, দুর্ব্যবহার পরিহার করা এবং বিরক্তিকর আচরণের কারণ না হওয়া;