পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૨ রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ (ঙ) মহিলা ও শিশুদের সহিত ব্যবহারের সময়, শালীনতাপূর্ণ আচরণ কঠোরভাবে মানিয়া চলা এবং যুক্তিসংগত ভদ্র ব্যবহার করা; (চ) অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি রোধ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করা: (ছ) সর্বসাধারণের দুর্ঘটনা বা বিপদ এড়াইবার জন্য নিজের সাধ্যমত কাজ NONকরা। ് রাস্তায় পুলিশ, ১৭। রাস্তার পুলিশ কর্মকর্তার কর্তব্য হইবে- * (ক) যানবাহন নিয়ন্ত্রণ; ് (খ) রাস্তায় নির্মাণকার্য রোধ করা: . -- ) o (গ) রাস্তায় বা রাস্তার সন্নিকটে এই আইন বা অন্য র অধীন প্রণীত কোন বিধি, প্রবিধান বা প্রদত্ত কোন আদেশের বিধান যাহাতে কেহ ভংগ করিতে না পারে সেই জন্য সর্বতোভাবে নিজের সাধ্যমত চেষ্টা করা: ۶یر گیر (ঘ) রাস্তায়, সর্বসাধারণের ব্যবহার জায়গায়, মেলায়, সর্বসাধারণের সম্মিলিত হওয়ার অন্যান্য সকল জায়গায় এবং সর্বসাধারণের প্রার্থনার স্থানসমূহের আশেপাশে শৃংখলা বজায় রাখা; (ঙ) সর্বসাধারণের ব্যবহার্য জায়গার নিয়ন্ত্রণ, যাত্রীবাহী নৌকায় বিপজ্জনকভাবে বা অতিরিক্ত যাত্রী বোঝাই রোধ এবং অনুরূপ যে কোন স্থান বা নৌকায় কোন আইন বা আইনানুগ বিধি, আদেশ ইত্যাদি লংঘন রোধ করা। ಭೊವ್ಲಿ, ১৮। এই আইনের দ্বারা প্রদত্ত দায়িত্ব পালনের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তার క్గా যে কেননির্দেশ সংশ্লিষ্ট সকল ব্যক্তি মানিতে বাধ্য থাকবে। സ് নির্দেশ কার্যকরুকরণে ১৯ বার ১৮ তিনি পাল বা দল অষ্টা কর বা ;* অপারগতার জন্য পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করিতে বা ক্ষেত্ৰত সরাইয়া দিতে পারবেন এবং অনুরূপ ব্যক্তিকে ম্যাজিষ্ট্রেটের সম্মুখে উপস্থিত ১ করিতে, অথবা ঘটনাটি নগণ্য হইলে উহার পরে লোকটিকে ছাড়িয়াও দিতে Q পারিবেন। ു. তথ্য সরবরাহে পুলিশ ২০। পুলিশ কর্মকর্তা ম্যজিষ্ট্রেটের নিকট যে কোন তথ্য পেশ করিতে এবং ང་ཚ་སྣང་བ་ অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করিতে ost পারেন । সন্দেহভাজন ব্যক্তিকে ২১। রাস্তায় বা সর্বসাধারণের সমবেত হওয়ার কোন স্থানে কোন ব্যক্তির কর্মকর্তার ক্ষমতা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে তল্লাশী করিতে ও তৎসম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে