পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধি প্রণয়নের ক্ষমতা কতিপয় আইনের সংশোধনী রহিতকরণ ও হেফাজত Հbr8 রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ১১৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন। ১১৫। তৃতীয় তফসিলের কলাম ২-এ উল্লিখিত আইনগুলি একই তফসিলের কলাম ৩-এ উল্লিখিতভাবে সংশোধন করা হইল। è ১১৬। (১) রাজশাহী মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৯২ (১৯৯২ সনের so নং অধ্যাদেশ) এতদদ্বারা রহিত করা হইল। § o (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। & o ve প্রথম তফসিল o রাজশাহী মহানগরী এলাকা

  • CN. (ধারা ২ (ড) দ্রষ্টব্য) রাজশাহী জেলার নিম্নবর্ণিত থানাসমূহের সীমানার অন্তর্ভুক্ত এলাকা লইয়া রাজশাহী মহানগর এলাকা গঠিত হইবে যথা:

১। রাজপাড়া থানা, ് o ২৷ বােয়ালিয়া থানা ১ S ৩। মতিহার থানা, ১ ৪ । শাহমখদুম থানা। o দ্বিতীয় তফসিল - so রাজশাহী মহানগর পুলিশের নিয়োগপত্র S (ধারা ৮ (৪) দ্রষ্টব্য) জনাব----------------------------------------------- যাহার ফটো এতদসংগে সংযুক্ত আছে, রাজশাহী মহানগর পুলিশের ............................... পদে নিযুক্ত হইয়াছেন এবং তাঁহাকে একজন পুলিশ কর্মকর্তার ক্ষমতা, দায়িত্ব ও সুযোগসুবিধা দেওয়া হইয়াছে। সীলমোহর রাজশাহী তারিখ নিয়োগকারী কর্তপক্ষ く